সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

যতই আপনি সুন্দর করে ঘর সাজান না কেন, স্নানঘরের দুর্গন্ধ সেই সৌন্দর্য মাটি করতে একেবারে সিদ্ধহস্ত। তাই শুধু ঘরের সৌন্দর্য বাড়ালেই হবে না, আপনাকে নজর রাখতে হবে স্নানঘরের অনান্য দিকেও। তবেই অতিথিকে আপনি ভালোভাবে স্বাগত জানাতে পারবেন আপনার বাড়িতে। তাই এখনই সতর্ক হন। এখন কি স্নানঘরে প্রবেশ করলেই নাকে আসছে বিকট গন্ধ? কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বুঝতে পারছেন না? তবে আর চিন্তা নেই। কারণ আপনার জন্য রয়েছে স্নানঘরের দুর্গন্ধ দূর করার এমনই কিছু টিপস। এই সমস্যার সমাধান করুন পাঁচটি উপায়ে।

বিশেষ সুগন্ধি
স্নানঘরকে দুর্গন্ধমুক্ত করতে হলে আপনি ব্যবহার করতে পারেন বিশেষ ধরনের সুগন্ধি। বাথরুম ফ্রেশ রাখার জন্য বাজারে এখন অনেক ধরণের সুগন্ধি পাওয়া যায়। সেগুলি প্যাকেট সমেত বাথরুমে ঝুলিয়ে রাখলে দুর্গন্ধ কিছুটা দূর হয়।

শোভা বাড়াতে মানিপ্ল্যান্ট
বাথরুমকে একেবারে ফ্রেশ রাখতে এবং বাথরুমের শোভা বড়াতে হলে মানিপ্ল্যান্ট রাখতে পারেন বাথরুমের ভিতর। ক্যাকটাসও রাখতে পারেন। এতে স্নানঘরের দুর্গন্ধ দূর হবে। এছাড়াও, একটি ছোট ফুলদানিতে একগোছা সুগন্ধী ফুলও রাখা যেতে পারে। তবে নিয়মিত সেই ফুল বদলাতে হবে। এতে বাথরুমের দুর্গন্ধ কিছুটা হলেও কমতে পারে।

সুগন্ধী মোম
বাজারে নানা ধরণের সুগন্ধী মোম পাওয়া যায়। স্নানঘরে সেই ধরণের সুগন্ধী মোম জ্বালিয়ে রাখতে পারেন। এতে দুর্গন্ধ দূর করা সহজ হবে।

রোজ ফিনাইল দিয়ে পরিষ্কার
বাথরুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন রাখা উচিত। তাই নিয়মিত ফিনইল জল দিয়ে বাথরুম পরিষ্কার করুন। তাহলে দেখবেন বাথরুম থেকে বিকট গন্ধ দ্রুত দূর হয়ে গিয়েছে।

ভিনিগার ও পাতিলেবুর মিশ্রণ স্প্রে
বাথরুমের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করুন ভিনিগার ও পাতিলেবু। ভিনিগারের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে একটি স্প্রেয়ার বোতলে সেই মিশ্রণটি ভরে দিন। তারপর ওই ভিনিগারের সঙ্গে পাতিলেবু মেশানো জল গোটা বাথরুমে স্প্রে করে দিন। সপ্তাহে অন্তত ৩ দিন এরকমভাবে বাথরুমে স্প্রে করুন। তাহলেই দেখবেন বাথরুম থেকে দুর্গন্ধ অনায়াসেই দূর করা সম্ভব হবে।

Skip to content