রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আমাদের সকলেরই কামনা যে আমাদের সুখের গৃহকোণ যেন দিনে দিনে আরও সুন্দর হয়ে ওঠে। পরিবারের উপর যাতে কোনও অশুভ শক্তির প্রভাব না পড়ে, সে কারণে আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু জানেন কি আপনার সাধের বাড়িতে রাখা কিছু জিনিসপত্রই আপনার অজান্তেই বয়ে আনতে পারে দুর্ভাগ্য। চরম ক্ষতি হতে পারে আপনার। কোন কোন জিনিস বাড়িতে থাকলে বিপদে পড়তে পারেন, তার জনয় রইল কিছু তথ্য।

ঘড়ি খারাপ হয়ে যাওয়া নতুন কিছু নয়। যেকোনও সময় তা হতেই পারে। কিন্তু বাড়িতে ভুলেও খারাপ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। তার কুপ্রভাব পড়তে পারে আপনার পরিবারের উপর।

তাজমহলের প্রতিকৃতি অনেকেই বাড়িতে রাখেন। তবে কেউ কেউ মনে করেন, তাজমহলের প্রতিকৃতি বাড়িতে না রাখাই ভালো। কারণ, এটি একটি স্মৃতিসৌধ।
যাঁরা নাচের সঙ্গে যুক্ত তাঁদের বাড়িতে নটরাজের মূর্তি থাকে। তবে নটরাজ একদিকে যেমন শিল্প তেমনি আবার ধ্বংসেরও প্রতিমূর্তি। তাই তা বাড়িতে রাখার আগে ভালো করে সবদিক বিবেচনা করে রাখা ভালো।

বাড়ির খাটের নিচে কোনও আবর্জনা রাখবেন না। এর ফলে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে। বাড়িতে গাছ লাগানোর প্রবণতা থাকে অনেকেরই। নানা ফুল গাছই মূলত বাড়িতে বসানো হয়ে থাকে। তবে ক্যাকটাস জাতীয় গাছও বাড়ির ব্যালকনিতে রাখেন কেউ কেউ। কিন্তু অনেকেই মনে করেন কাঁটাজাতীয় গাছের প্রভাবে আপনার বাড়ির সুখশান্তি নষ্ট হতে পারে। জীবন হয়ে উঠতে পারে কণ্টকময়।
আরও পড়ুন:

বাড়িতে শিবমূর্তি বা শিবলিঙ্গ রাখলে এই নিয়মগুলি না মানলে মহা বিপদ!

পোশাক থেকে কিছুতেই ঘামের কড়া দাগ উঠছে না? সহজ সমাধানে রইল ৫ ঘরোয়া টোটকা

বাড়িতে এমন কোনও ছবি রাখবেন না যাতে দুঃখ কিংবা বিষাদ প্রকাশ পায়। কারণ, এই ছবি আপনার বাড়িতে নেতিবাচকতার জন্ম দিতে পারে। তার পরিবর্তে এমন কোনও ছবি রাখুন যা দেখলে নিমেষে মন ভালো হয়ে যায়।

বাড়ির দরজায় কালো রং ভুলেও করবেন না। ফেংশুই মতে, কালো দরজা দুর্ভাগ্য বয়ে আনে।

ভাঙা আসবাবপত্র ভুলেও বাড়িতে রাখবেন না। এতেও আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শোওয়ার ঘরে আয়না রাখেন অনেকেই। তবে ভাঙা আয়না কখনই বাড়িতে রাখবেন না। ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে উঠে ভুলেও ভাঙা আয়নায় কদাপি মুখ দেখবেন না।

Skip to content