মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

থাইরয়েডের সমস্যা খুবই সাধারণ এবং পরিচিত একটি অসুস্থতা। সারা বিশ্বে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যার শিকার। সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে মহিলারা থাইরয়েডের সমস্যা বেশি ভুগলেও মহিলা-পুরুষ নির্বিশেষে সবারই থাইরয়েড গ্রন্থির সমস্যা দেখা দেয়।
থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হলেই শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন খুবই গুরুত্ত্বপূর্ণ।

আপনার শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে কী না বুঝবেন কীভাবে? তাহলে এই আট উপসর্গের দিকে খেয়াল রাখুন। এই সব উপসর্গ দেখা দিলে তাড়াতাড়ি সতর্ক হয়ে যাওয়া উচিত।
 

কথায় কথায় ক্ত ঠান্ডা লেগে যাওয়া

জাঁকিয়ে শীত না পড়লেও আপনার একটুতেই ঠান্ডা লাগে। পাশাপাশি শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরিও বার্ন করাচ্ছে না। উলটে শরীর ক্যালরি সঞ্চয় করেছে। এটাও থাইরয়েড হওয়ার একটি লক্ষণ হিসেবে মনে করা হয়।
 

ওজন বৃদ্ধি পাওয়া

থাইরয়েডের আরেকটি পরিচিত লক্ষণ হতে পারে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। শরীরের বিপাকের মাত্রা যদি কমে অথবা বেড়ে যায়, তার সঙ্গে শরীর কতটা পরিমাণ ক্যালরি বা ফ্যাটের মাত্রার হেরফের খুবই স্বাভাবিক। এর প্রভাব আপনার ওজনের উপর পড়তে বাধ্য।
 

ক্লান্তিভাব

থাইরয়েডের সব থেকে সাধারণ উপসর্গ হল ক্লান্তিভাব। শরীরে শক্তি জোগান দেওয়াই হল থাইরয়েড হরমোন মূলত কাজ। তাই যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে তা থাইরয়েড সমস্যা থেকেও হতে পারে।

আরও পড়ুন:

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসী কুলপতি বিশ্বনাথ

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

 

কোনও কিছুতে মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া

থাইরয়েডের সমস্যা ভুগলে অনেকের মধ্যে মানসিক ক্লান্তি দেখা যায়। কোনও কিছুতে মনোযোগ দিতে না পারা অথবা কোন কথা ভুলে যাওয়া ইত্যাদি থাইরয়েডের খুব পরিচিত উপসর্গ।
 

অবসন্নতা

একাধিক সমীক্ষা দেখা গিয়েছে, যাঁরা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তাঁদের অবসাদে ভোগার সম্ভবনা অন্যদের তুলনায় বেশি।
 

ঋতুস্রাবের সমস্যা

থাইরয়েড হরমোনের সঙ্গে শরীরের অন্যান্য হরমোনের সম্পর্ক আছে। ফলে থাইরয়েড হরমোনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া শরীরের অন্যান্য হরমোনের কার্যকারিতাকে প্রভাবিত করে। কারও কারও ক্ষেত্রে এই সমস্যা ঋতুস্রাব জড়িত হরমোনের ক্ষেত্রেও দেখা দিতে পারে। ফলে ঋতুস্রাবের সময় এবং তীব্রতায় সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩১: অন্ধমুনির অভিশাপ কি ফলল তবে?

অর্শ রোগ নিরাময়ে আয়ুর্বেদ খুব কার্যকরী

 

পেশি এবং জয়েন্টে দুর্বলতা ও যন্ত্রণা

বিপাকের সমস্যার কারণে পেশির এবং জয়েন্টের শক্তির ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এর প্রভাব আপনার পেশি বা জয়েন্ট-এর উপর পড়ে। ফলে পেশি বা জয়েন্ট ক্রমশ আরও দুর্বল হতে থাকে।
 

চুল পড়া

থাইরয়েডের সমস্যা দেখা দিলে চুল ঝরা বেড়ে যেতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে এর জন্য থাইরয়েডজনিত সমস্যা দায়ী।


Skip to content