শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বাথটাবে গরম জলের প্রয়োজন হলে তা যেন ইষদুষ্ণই হয়। কারণ, অতিরিক্ত গরম জলে শরীর হঠাৎ করে ডুবিয়ে দিলে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।

বাথটাবে পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই বাথরুমের মেঝেতে রাবার ম্যাট পেতে রাখতে পারেন।

বাথটাবে কখনওই দুই-তৃতীয়াংশের বেশি জলভর্তি করবেন না। কারণ জলে নামলেই জলের মাত্রা এমনিতেই বেড়ে যায়। ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বাথরুমের ধারে কাছে হেয়ার ড্রায়ার, রেজার প্রভৃতি বৈদ্যুতিন সামগ্রী রাখবেন না। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ছোটদের কখনওই বাথটাবে একা যেতে দেবেন না। ওদের জলে বসিয়ে দিয়ে কখনওই অন্য কাজে মন দেবেন না।

Skip to content