● বাথটাবে গরম জলের প্রয়োজন হলে তা যেন ইষদুষ্ণই হয়। কারণ, অতিরিক্ত গরম জলে শরীর হঠাৎ করে ডুবিয়ে দিলে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
● বাথটাবে পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই বাথরুমের মেঝেতে রাবার ম্যাট পেতে রাখতে পারেন।
● বাথটাবে কখনওই দুই-তৃতীয়াংশের বেশি জলভর্তি করবেন না। কারণ জলে নামলেই জলের মাত্রা এমনিতেই বেড়ে যায়। ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
● বাথরুমের ধারে কাছে হেয়ার ড্রায়ার, রেজার প্রভৃতি বৈদ্যুতিন সামগ্রী রাখবেন না। যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
● ছোটদের কখনওই বাথটাবে একা যেতে দেবেন না। ওদের জলে বসিয়ে দিয়ে কখনওই অন্য কাজে মন দেবেন না।