রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আজ ১৯ জানুয়ারি। ১৯৩৫ সালে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর অনুপস্থিতিতে অসহায় বোধ করছে বাংলার চলচ্চিত্র জগৎ। মানুষের নশ্বর দেহের অবসান ঘটলেও কাজের মধ্যে সে আজীবন বেঁচে থাকে। ঠিক তেমনই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও তাঁর কাজের মধ্যে দিয়ে বাঙালির কাছে অমর হয়ে রয়েছেন। তাই সৌমিত্র স্মরণে আজকের দিনটি উদযাপন করছে গোটা টলিউড। বর্ষীয়ান অভিনেতার জন্মদিন উপলক্ষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ-ও তাদের পরবর্তী ছবি ‘বেলাশুরু’-র মুক্তির দিন ঘোষণা করল আজ। প্রকাশ্যে এসেছে ‘বেলাশুরু’র টিজার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এক প্রবীণ দম্পতির সম্পর্কের রসায়ন। দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র বিশ্বনাথ,পরম যত্নে স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত চরিত্র অর্থাৎ তাঁর স্ত্রীর চুল আঁচড়ে দিচ্ছেন। নেপথ্যে শোনা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর। নেপথ্যে শিল্পী বলছেন,“বিয়ে সম্পর্কে তোমার ধারণাটা কী? ওটা দমবন্ধ করা ফাঁস? ওটা বন্ধন যার থেকে তুমি বেরোতে পারছ না? আর ঠিক তখনই রবীন্দ্রনাথের সেই গানের কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে। কত দুঃখ আছে,কত অশ্রুজল প্রেমবলে তবু থাকিয়ো অটল। তাঁহারি ইচ্ছা হউক সফল,বিপদে সম্পদে শোকে উৎসবে সুখে থাকো আর সুখী করো সবে তোমাদের প্রেম ধন্য হোক ভবে।” ‘বেলাশুরু’র এই টিজার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

২০১৫ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘বেলাশেষে’। ছবিটি প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলেছিল দীর্ঘদিন। এরপর কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর। এবার আসছে এই পরিচালক জুটির নতুন ছবি ‘বেলাশুরু’। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত,অপরাজিতা আঢ্য,ইন্দ্রাণী দত্ত,মনামি ঘোষ,ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ আরও অনেক। এই কলাকুশলীদের মধ্যে দু’জন প্রবাদপ্রতিম শিল্পীকে আমরা হারিয়েছি। প্রয়াত হয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে স্মরণ করে ছবির টিজার প্রকাশ্যে এনেছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

 


Skip to content