শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


শুধু সলমন নন, মঞ্চ মাতাবেন বলিউডের একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী এবং গীতিকার।

ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে আগামী ১৩ মে কনসার্টে অংশ নেবেন ভাইজান। আগে জানা গিয়েছিল, ‘দ্য-ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে জানুয়ারি মাসে কলকাতায় আসতে পারেন সলমন। সেই পরিকল্পা ভেস্তে যাওয়া পরে শোনা যায়, সলমন মে মাসে কলকাতায় আসছেন। এ বারে সলমনের টিম ১৩ মে শনিবার দিনটিকে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। তবে শুধু সলমন নন, মঞ্চ মাতাবেন বলিউডের একগুচ্ছ অভিনেতা, অভিনেত্রী এবং গীতিকার। সোমবার ক্লাব তাঁবুতে এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়েছে। তবে সরাসরি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে না। এর মূল উদ্যোক্তা একটি বেসরকারি সংস্থা।
অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘দাবাং, দ্য ট্যুর — রিলোডেড’। সলমনের টিমে থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ূষ শর্মা। দর্শকের গান শোনাবেন গুরু রণধওয়া। তাঁরা অনুষ্ঠানের এক দিন আগেই শহরে চলে আসবেন। রিহার্সালেরও হবে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে সলমনের টিম। দিন সাতেকের মধ্যে তাঁদের আরও এক বার আসার কথা।
আরও পড়ুন:

সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ, কেন তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা?

মান-অভিমান ভুলে এক হতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা!

সম্প্রতি সলমনকে একাধিক বার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সে-কারণেই শোনা যাচ্ছে, ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টেও নিরাপত্তা আঁটসাঁট করায় জোর দিয়েছে কলকাতা পুলিশ। প্রায় ১৩ বছর আবার কলকাতায় আসছেন সলমন। শেষ বার ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে এসেছিলেন। সব মিলিয়ে সলমনের কনসার্ট নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। অনলাইনে দ্রুত টিকিট বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: পৌরাণিক অনন্যতায় ঘুড়িষা

বিবাহিত? প্রেমের সম্পর্কে রয়েছেন? জেনে নিন গ্রহের স্থান কিরকম থাকলে সম্পর্ক মজবুত ও মসৃণ হয়

মূলত এক হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। সর্বোচ্চ মূল্যের টিকিটে দু’জন অনুষ্ঠান দেখতে পারবেন। খাবারের ব্যবস্থাও থাকবে। উদ্যোক্তাদের ধারণা প্রায় ১৫ হাজার দর্শক আসবেন। তবে চাহিদা অনুযায়ী তা বাড়ানো যেতে পারে।

ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা তাঁদের সদস্যকার্ড দেখালে ২৫ শতাংশ ছাড়ে যে কোনও দামের যত খুশি টিকিট নিতে পারেন। ইস্টবেঙ্গল ক্লাবে মঙ্গলবার থেকে কিয়স্ক বসছে। সেই কিয়স্ক থেকেই টিকিট কেনা যাবে। এ ছাড়াও কলকাতায় আরও চার-পাঁচটি জায়গায় কিয়স্ক থাকছে। পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতেও কিয়স্কের ব্যবস্থা থাকছে। অনলাইনে insider.in ওয়েবসাইটের মাধ্যমে থেকে পছন্দের টিকিট কেনা যাবে।

Skip to content