মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, রকুল প্রীত সিংহ। সংগৃহীত।

প্রতিদিনই কোনও না কোনও বলিউড তারকাকে ইডি তলব করছে। নেপথ্যে মহাদেব গেমিং অ্যাপ। যদিও সংস্থার কর্ণধার সৌরভ চন্দ্রশেখর দুবাইতে বসে আছেন। সংযুক্ত আমিরশাহীতে মাস কয়েক আগে বিয়ে সেরেছেন তিনি। তাঁর বিয়ের খরচের হিসেব প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই তদন্তকারী সংস্থা একের পর এক বলিতারকাদের সমন পাঠাচ্ছে।

ইতিমধ্যেই রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানের মতো তারকারা ইডির সমন পেয়েছেন। এ ছাড়াও বলিউডের আরও ১৭ জন তারকা রয়েছেন ইডির নজরে। সেই তালিকায় বিশাল দাদলানি, রাহত ফতেহ আলি খান, গায়ক আতিফ আসলাম, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর প্রমুখ রয়েছেন। গোবিন্দ, টাইগার শ্রফ, পুলকিত সম্রাট, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, নুসরত ভারুচা, ভারতী সিংহ, কৃতি খরবান্দার মতো অভিনেতার নামও রয়েছে ইডির স্ক্যানারে।
মহাদেব গেমিং অ্যাপ কী? এই গেমিং অ্যাপের মাধ্যমেই নাকি কালো টাকা বা হাওয়ালার টাকা লেনদেন হয়েছে। এত জন নামী তারকা কী ভাবে এর সঙ্গে জড়িয়ে পড়লেন?
অনলাইনে গেম খেলা বা বেটিং এখন খুবই জনপ্রিয়। মূলত অল্প বয়সীদের মধ্যে। বিশ্বকাপ বা বড় কোনও খেলার আগে খেলোয়াড়রা এই সব অ্যাপেরই বিজ্ঞাপনের মুখ হন। কিন্তু সেই সব অ্যাপের থেকে মহাদেব গেমিং অ্যাপের যথেষ্ট পার্থক্য রয়েছে। মহাদেব গেমিং অ্যাপের ছাতার তলায় রয়েছে একাধিক রকমের খেলার ব্যবস্থা রয়েছে। যেমন ক্রিকেট, পোকার, ফুটবল, টেনিস, তিন পাত্তি প্রভৃতি। এখানে বেটিং থেকে লটারি সবেরই বন্দোবস্ত সাজানো রয়েছে। চার থেকে পাঁচটি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মে মহাদেব গেমিং অ্যাপটি কাজ করে। দিনে এই অ্যাপের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয় বলে অভিযোগ। এও অভিযোগ, এই অ্যাপের খেলার নিয়ম বেশ গোলমেলে। এখানে নাকি টাকা বিনিয়োগ করলে ফেরত পাওয়ার আশা প্রায় শূন্য। অর্থাৎ খেলোয়াড়ের সব টাকাই কর্ণধারদের পকেটে চলে যায়।
আরও পড়ুন:

কিংবদন্তী তারকা হয়েও ডাহা ফেল শাহেনশা, তিন বছরের সেই কষ্টের কথা মন খুলে জানালেন অমিতাভ বচ্চন

লিপস্টিক পরলেই ঘেঁটে যায়? পুজোর আগে সমস্যার সমাধান করুন এই তিনটি উপায়ে

সৌরভ চন্দ্রশেখর ও রবি উপল মহাদেব গেমিং অ্যাপের কর্ণধার। এই দু’জন আগে বেশ কিছু অনলাইন গেমিং প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তবে সেগুলি বৈধই ছিল। সৌরভ ও রবির তৈরি মহাদেব গেমিং অ্যাপ কোম্পনি হিসেবে নথিভুক্ত আছে ছত্তিশগড়ের ভিলাইতে। তাই ছত্তিশগড় পুলিশ এই অ্যাপের অনলাইন বেটিং কাণ্ডের তদন্তে করছে।

সৌরভ চন্দ্রশেখর এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যেম প্রায় ৫,০০০ কোটি টাকার তছরুপ করেছেন বলে অভিযোগ। খবর, এতে পাকিস্তানের টাকাও রয়েছে। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের কালো টাকাও বিনিয়োগ হয়েছে।
আরও পড়ুন:

পুজোর সময়েই আচমকা বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ! পরিষেবা চালু রাখতে কী করবেন?

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৮: পার্ক, ইট, এঞ্জয়

বলি তারকারা জড়ালেন কীভাবে?
এই বলিউড তারকারা বিভিন্ন সময় মহাদেব গেমিং অ্যাপের প্রচার মুখ হয়েছেন। কেউ আবার মোটা টাকার বিনিময়ে সৌরভের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়েছেন। এই টাকার লেনদেন পুরোটাই নগদে হয়। ইডির সন্দেহ তারকাদের পারশ্রিমক হিসেবে যে টাকা মেটানো হয়, তা আসলে তারকাদের মাধ্যমে কালোটাকাকেই সাদা করেছেন সৌরভ। তবে অভিযুক্ত হিসাবে নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারকাদের ডেকে পাঠাচ্ছেন মূলত তদন্তের স্বার্থেই।

Skip to content