শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বিরুষ্কা। ছবি: সংগৃহীত।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দম্পতি হিসাবে বিরুস্কার জনপ্রিয়তা নজরকাড়া। অনুষ্কা বিয়ের পর কাজও অনেক কমিয়েছেন অনুষ্কা। স্বামী, সন্তান, পরিবার নিয়েই মেতে রয়েছেন বিরাট ঘরণী। বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয় ২০২১ সালে। অভিনেত্রী আবার সন্তানসম্ভবা হয়েছেন।
তবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এখনও আনুষ্ঠানিক ভাবে সন্তানসম্ভবা নিয়ে কোনও ঘোষণা করেননি। অভিনেত্রীর দ্বিতীয় বার সন্তানসম্ভবা খবর প্রকাশ্যে আসে বিশ্বকাপের আগে। অনুষ্কা মা হওয়ার আগে তাঁকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরাট?
আরও পড়ুন:

হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ায় কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ফল খাবেন?

পঞ্চমে মেলোডি, পর্ব-৪৩: এ রি পবন ঢুন্ডে কিসে তেরা মন…

বিরাট-অনুষ্কার প্রথম দেখা হয়েছিল ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। ভক্তদের বক্তব্য, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। তাঁরা কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন। রূপকথার বিয়ে হয় ইটালিতে। ২০২১ সালে তাঁরা দুই থেকে তিন হন। যদিও এ বার চারজন হওয়ার পালা।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৮: সুন্দরবনের তিন গাজী—রক্তান গাজী, তাতাল গাজী ও শতর্ষা গাজী

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৮৬: সুন্দরবনের যে কোনও পুকুরে এই মাছ সফল ভাবে চাষ করা সম্ভব

অনুষ্কা যখন সন্তানধারণ করার কথা ভাবছিলেন, তখন তাঁকে একটি কথা দেন স্বামী বিরাট। সেই থেকেই বিরাট প্রতিজ্ঞাবদ্ধ। দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার ক্ষেত্রেও তিনি কথা রাখছেন। বিরাট এক সাক্ষাৎকারে জানান, তিনি তাঁর সন্তানের জীবনের প্রতিটি ধাপের সাক্ষী থাকবেন। বিরাট কোহলির কথায়, ‘‘অনুষ্কাকে আমি বলেছিলাম তুমি অন্তঃসত্ত্বা থাকাকালীন তোমার সঙ্গে সব সময় থাকব। সে চেকআপে নিয়ে যাওয়া হোক, বা মাঝরাতে তোমার কোনও ইচ্ছেপূরণ। তোমাকে কখনও একা রাখবই না।’’

Skip to content