বিজয় থলপতি।
তামিল ইন্ডাস্ট্রির বড় তারকা তিনি। পারিশ্রমিকে পিছনে ফেলেন তাবড় তাবড় বলিউড তারকাদেরও। তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার কোনও সীমা নেই। তিনি বিজয় থলপতি। তাঁর ‘বরিসু’ ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিজয় এখন লোকেশ কনগরাজের থ্রিলার ‘লিও’র শুটিংয়ে ভীষণ ব্যস্ত। এর মধ্যে খবর ছড়িয়েছে, বিজয় নাকি অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন।
গুঞ্জন, আগামী বছর তিনেক তাঁকে আর বড় পর্দায় দেখা যাবে না। বিজয় নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। আপাতত নাকি তাঁর পাখির চোখ সেই নির্বাচন। অভিনেতা তাঁরই আগাম প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসে। এর পরেই শুরু হয় যায় তুমুল জল্পনা। অভিনেতা তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে খোলামেলা মতামত প্রকাশ করেন। এ বিষয়ে তাঁকে অনেকেই সমর্থন করেছেন।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪: আমারে তুমি অশেষ করেছ
আমেরিকায় শুটিং সেটে আহত শাহরুখ, রক্ত পড়ছে নাক দিয়ে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে
তবে অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবরে তাঁর অনুরাগীরা দু’ ভাগ হয়ে গিয়েছেন। কাউ খুশি তো, কারও আবার মন খারাপ। মন খারাপ মূলত বিজয়কে আর বড় পর্দায় আর দেখতে পাবেন না বলে। যদিও অভিনেতা এ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি। ‘লিও’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। খবর, ‘থলপতি ৬৮’ ছবির পরই বিজয় রাজনীতিতে যোগ দেবেন।