শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ।

নিভে গেল স্বর্ণযুগের প্রদীপ৷ গীতিকার মিল্টু ঘোষ প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গীতিকার বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মিল্টু ঘোষের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। বার্ধক্যজনিত শারীরিক সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গীত জগৎ গীতিকার মিল্টু ঘোষের মৃত্যুতে শোকস্তব্ধ।
কিছু দিন আগেই সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। একে একে বাংলা গানের স্বর্ণযুগের শিল্পীরা বিদায় নিচ্ছেন। গত বছর ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ গানের ৫০ বছর পূর্ণ হয়েছে। এই গানের গীতিকার স্বয়ং মিল্টু ঘোষ। বাংলায় আজও কোজাগরী পুজোয় লক্ষ্মীবন্দনায় ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ গানটি বাজে। গানের কথা ও সুর এখনও বাঙালির মনের-প্রাণে রসদ যোগায়।
আরও পড়ুন:

পঙ্কজ উধাস প্রয়াত, সুরের জগৎ থেকে চিরবিদায় নিলেন গজল শিল্পী

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

বাংলা ছবি ‘দাবি’ মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। ‘দাবি’ ছবিতে সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায়। গীতিকার মিল্টু ঘোষ গানের কথা লিখেছিলেন। ৫০ বছরের পুরনো গান হলেও নতুন প্রজন্মের কাছে আজও ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ গান সমান ভাবে জনপ্রিয়। শুধু এই গান নয়, শিল্পীর কলম থেকে আরও অনেক গান সৃষ্টি হয়েছে। প্রয়াত গীতিকারের লেখা চৌরঙ্গী ছবির মান্না দে-র গাওয়া ‘বড় একা লাগে’ গান আজও আপামর বাঙালি শ্রোতাদের মনে গাঁথা। এ বার থামল তাঁর কলম। চিরঘুমের দেশে চলে গেলেন গীতিকার মিল্টু ঘোষ।

Skip to content