শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ঋত্বিকা সেন। ছবি: সংগৃহীত।

দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে অক্সিজেন মাস্ক, চেয়ারে বসে রয়েছেন তিনি। চোখেমুখে তাঁর সশত অসুস্থতার ছাপ। রবিবার এমনই এক ছবি তাঁর সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন অভিনেত্রী ঋত্বিকা সেন। এটি কোনও সিনেমার দৃশ্য নয়। তিনি সত্যিই অসুস্থ। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।
অভিনেত্রীর নিজের দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘হেলথ ইজ নট ভ্যালুড টিল সিকনেস কামস।’’ বাংলায় বললে যা হয়, ‘স্বাস্থ্যের খেয়াল তত ক্ষণ রাখা হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা অসুস্থ হয়ে পড়ি। অভিনেত্রীর এই ছবি দেখে স্বাভাবিক ভাবেই উদ্বেগে অনুরাগীরা। অনেকেই আশঙ্কা করছেন, তাঁর কি তাহলে করোনা হয়েছে?
আরও পড়ুন:

গায়ক অনুপমের ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’, জন্মদিনে কলকাতাকে কী উপহার দিলেন?

বিধানে বেদ-আয়ুর্বেদ: রক্তাল্পতায় ভুগছেন? জানুন আয়ুর্বেদ মতে প্রতিকারের উপায়

কী হয়েছে অভিনেত্রীর? ঋত্বিকা জানান, বেশ কিছু দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না তাঁর। তাঁর ভীষণ কাশি হচ্ছিল। সঙ্গে বুকে ব্যাথা ছিল। পাশাপাশি অসম্ভব ক্লান্তি গ্রাস করে নিচ্ছিল তাঁকে। চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। হঠাৎ আবহওয়া পরিবর্তনের কারণেই তাঁর এই অসুস্থতা। সব ধরনের ওষুধ চলছে। ঋত্বিকা আরও বলেন, ‘‘সুস্থ হওয়ার জন্য কিছু দিন বিশ্রাম নিচ্ছি।’’
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৫: আরডি-র ‘লাকড়ি কি কাঠি কাঠি পে ঘোড়া’ আজও ছোটদের মধ্যে সমানভাবে জনপ্রিয়

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১১: ফুটবলের ব্ল্যাক প্যান্থার: লেভ ইয়াসিন

২০১৪ সালে রাজ চক্রবর্তীর ‘বরবাদ’ ছবিতে নায়িকা হিসেবে দেখা যায় ঋত্বিকা সেনকে। মাত্র একটি ছবিতেই মুখ্য চরিত্র করে অপর্ণা সেনের ‘আরশি নগর’-এ দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। এর পর একাধিক বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করেছেন ঋত্বিকা। তবু টলিউডে সে ভাবে সাফল্য অর্জন করতে পারেননি তিনি। এই মুহূর্তে দক্ষিণী ছবি নিয়েই ব্যস্ত তিনি।

Skip to content