বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


একটি বিশেষ দৃশ্যে অজিত কুমার।

ভাষা: হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়
চিত্রনাট্য ও পরিচালনা: এইচ বিনোদ
অভিনয়: অজিতকুমার, মঞ্জু ওয়ারিয়র, সমুথিরাকানি প্রমুখ
সময়সীমা: ২ ঘণ্টা ২৬ মিনিট
ওটিটি রিলিজ: নেটফ্লিক্স
রেটিং: ৬.০/ ১০


দক্ষিণের আরেক সুপারস্টার অজিত কুমার। ইংরেজি বানান ‘AJITH’ হলেও তিনি অজিথ নন। একই কারণে নামের শেষে টি-এইচ থাকলেও তিনি জয়ললিতা। দক্ষিণে এটাই চল। যেমন ছবির সাফল্যে দক্ষিণের সুপারস্টাররা ছবির পরিচালককে গাড়ি উপহার দিয়ে থাকেন। সেই ১৯৯৯ সালে এই রীতির প্রবর্তক এই অজিত কুমার। অনেক পুরনো এক সাক্ষাৎকারে অজিতের “ভালি” ছবির পরিচালক এস জে সূর্য বলেছিলেন, আমি যখন প্রথম এই ছবির ন্যারেশন মানে গল্পটা অজিতকে শোনালাম তারপর ও আমাকে একটা বাইক উপহার দেয়। ছবির প্রথম স্ক্রিনিং দেখার পর দিয়েছিল হুন্ডাইয়ের একটি গাড়ি। অজিত নিজে গাড়ি বাইক নিয়ে খুব অবসেসড। বলা বাহুল্য এই ছবিটি দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে খুব বড়সড় হিট।
কামাল হাসান তার বিক্রম ছবির সাফল্যের পর পরিচালক লোকেশ কনগরাজকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। শুধু তাই নয়, ছবির তেরো জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বিক্রম ছবির নায়ক-প্রযোজক কামাল হাসান তেরোটি বাইক উপহার দেন।

এছাড়াও সুপারস্টার সুরিয়া তাঁর দুটি ছবি ‘এস আই-৩’ এবং ‘পাসাঙ্গা ২’-এর সাফল্যের পর ছবি দুটির পরিচালক যথাক্রমে হরি ও পাণ্ডিরাজকে একটি করে দামি গাড়ি উপহার দিয়েছেন।

এর কারণ হল কর্ণাটক তামিলনাড়ু কেরালা ও অন্ধ্রপ্রদেশের মানুষ একটা সময় নিয়ম করে শুধুমাত্র দক্ষিণ ভারতীয় সিনেমা দেখতেন। শুধু দক্ষিণ ভারত নয় মালয়েশিয়া শ্রীলংকা-সহ পৃথিবীর বহু বহু দেশে দক্ষিণ ভারতীয় ছবির একটা বিরাট সংখ্যক দর্শক রয়েছেন। এঁরাই দক্ষিণী ছবির আকাশচুম্বী সাফল্যের মূল কারণ। ওটিটির রমরমা হবার পর দক্ষিণ ভারতের ছবি এবং ওয়েব সিরিজ সর্বভারতীয় ভাষায় মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন:

রিভিউ: মহাকাশ বিদ্ধ করা রকেটের মতোই শক্তিশালী মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’

পরিযায়ী মন, পর্ব-১০: চটকপুরের নিরালায়

আর এখন বিনোদন জগত হল বায়ার্স মার্কেট। কে ছবি তৈরি করছেন? কোন কোন সুপারহিরো সুপার হিরোইন ছবিতে রয়েছেন? এসব খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কী বিষয় নিয়ে কেমন ছবি তৈরি করেছেন সেটাই বিচার্য। তাই যত বড় পরিচালকই ছবি তৈরি করুন আর যত নামিদামি অভিনেতা-অভিনেত্রী নিয়ে থাকুন ছবি অপছন্দ হলে ওটিটির দর্শক ছুঁড়ে ফেলে দেবে। আবার অচেনা-অজানা পরিচালক চিত্রনাট্যকার অভিনেতা অভিনেত্রীদের সৎ প্রচেষ্টায় গড়ে ওঠা ছবি বা সিরিজকে আপন করে নেবেন। তাই আজ ছবি যিনি দেখতে বসেছেন তিনি ঠিক করবেন তিনি কোন ছবি দেখবেন। কোনও খান-কুমার-কাপুর তাকে ছবি দেখতে বাধ্য করতে পারবেন না। লবি করে পুরস্কার জেতা পরিচালক দাবি করতে পারবেন না তার পরের ছবিটি চলবেই। প্রতিদিন প্রতিমুহূর্তে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে আজ।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪১: চোখ ঠিক রাখতে মাছের মুড়ো?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৫: সারদা মায়ের রোগ নিরাময়

যাঁরা নিয়মিত ছবি দেখেন তাঁরা জানেন নানান ছবির স্বাদ নানা রকমের হয়। একটু ঘি দিয়ে সরু চালের ভাত সোনামুগের ডাল কাঁচকলার কোপ্তা রুই মাছভাজা ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছের মাখামাখা ঝোল কাঁচা আমের চাটনি নরম তুলতুলে কাঁচাগোল্লা ক্লাসিক সিনেমার মতোই একেবারে ক্লাসিক মেনু। খাওয়ার পর একটা তৃপ্তির ঢেঁকুর উঠবে। মনে চিরস্থায়ী হয়ে থাকবে সে স্বাদ। কিন্তু সেটা ফ্রাইড রাইস আর ঝাল ঝাল চিলি চিকেন সেই রকম নয়। যখন খাবো তখন দারুন লাগবে। নাক মুখ দিয়ে জল ঝরবে। সেই মুহূর্তে ভালো লাগলেও সে খাবার বহুদিন মনে থেকে যাবে না। আবার মুড়ি সহযোগে ফুরফুরে পেলব নধর বেগুনি, গরমভাপ বের হওয়া আলুর চপ শরীরময় আলপনার ঝুরি-ছড়ানো পিঁয়াজি তার স্বাদ আবার আরেক রকম। কিংবা দঙ্গল বেঁধে একদমে গুনতি-ভুল-করা ফুচকার কুড়ি ওভারের পর আলু কাবলির সাডেন ডেথ।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৬: খলনায়ক থেকে নায়ক

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

‘থুনিবু’ ম্যাজম্যাজে দুশ্চিন্তা দূর করা ক্রোসিনের মত চটজলদি স্বাদের ছবি। ভিনি ভিডি ভিসির মতো বসলাম-দেখলাম-ভুলে গেলাম। ‘থুনিবু’ শব্দের বাংলা অর্থ মনোবল। এখানে টি-এইচ দিয়ে বানান শুরু তবে তামিল উচ্চারণ তুনিবু নয়। বোধহয় শব্দের প্রথমে বলে।

অজিত বেশ সুদর্শন নায়ক। অন্য ৫৫ টপকে যাওয়া নায়করা যেখানে কুচকুচে কালো নকল চুল দাড়ি লাগিয়ে স্নো পাউডার ক্রিম মেখে মুখের খানাখন্দ মেরামত করে আলো হাওয়া উড়িয়ে পর্দায় আসছেন সেখানে অজিত এক মাথা সাদা চুল সাদা দাড়িতে দুর্দান্ত গ্ল্যামারাস। এক ব্যাংক ডাকাতিকে ঘিরে প্রায় ২০০ কোটি টাকার ওপর খরচ হওয়া ছবি ‘থুনিবু’। ছবির ইতিহাসে রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড নিয়ে ছবির সংখ্যা আমাদের বাড়তে থাকা জনসংখ্যার মতোই বেড়ে চলেছে। সেখানে ‘থুনিবু’ সাধারণ মানুষের ওপর পরিষেবার আড়ালে অর্থনৈতিক শোষণের পর্দা ফাঁস করেছে। এই নতুনত্বটা আপনাকে টানবে।

আর যা রয়েছে তা হলো চোখধাঁধানো অবিশ্বাস্য কর্মকাণ্ড আর অ্যাকশন। সারা ছবি জুড়ে অজিতের ক্যারিশমা আপনাকে মুগ্ধ করবে। যতক্ষণ ছবি দেখবেন ততক্ষণ আর কিছু মনে করতে পারবেন না। ঠিক ফ্রাইড রাইস আর চিলি চিকেন-এর মতো।

এই বছরের শুরুতে পোঙ্গল উপলক্ষে মুক্তি পাওয়া এইচ বিনোদের ‘থুনিবু’ নেটফ্লিক্সে এক নতুন রেকর্ড করে ফেলেছে।নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে একটা সময় একইসঙ্গে থুনিবুর তামিল ভার্সন তিন নম্বরে আর হিন্দি ভার্সন চার নম্বরে ছিল। তামিল ভার্সান বিশ্বব্যাপী ৪,০৫,০০,০০০ ঘণ্টা এবং হিন্দি ভার্সান ৩,৭৩,০০,০০০ ঘন্টা স্ট্রিমিং হয়েছে বা এতটা সময় ধরে মানুষ দেখেছেন।
* বসুন্ধরা এবং… দ্বিতীয় খণ্ড (Basundhara Ebong-Novel Part-2) : জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’।

Skip to content