শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


দিদি শ্বেতা কীর্তি সিংহের সঙ্গে সুশান্ত।

দেখতে দেখতে কেটে গিয়েছে তিন তিনটি বছর। এখনও বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্যের জট খোলেনি। ‘কাই পো চে’, ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘দিল বেচারা’র নায়কের কেরিয়ার থমে যায় মাত্র ৩৪ বছর বয়সেই। ২০২০ সালের ১৪ জুন শোয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
সে সময় এমনও অভিযোগ ওঠে যে, সুশান্তের মৃত্যুর জন্য বলি ইন্ডাস্ট্রির একাংশ দায়ী। এখনও পরিবারের কাছে অভিনেতার স্মৃতি তাজা। দিদি শ্বেতা সিংহ কীর্তি ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন। শ্বেতা থাকেন আমেরিকায়। প্রতি বার সুশান্তের জন্ম ও মৃত্যুদিনে ভাইয়ের অনেক জানা-অজানা দিক তুলে ধরনের।
আরও পড়ুন:

বজরংবলির পাশের আসনে বসে ‘আদিপুরুষ’ দেখার উন্মাদনা, টিকিটের দাম বাড়ছে? কী জানালেন নির্মাতারা?

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

শ্বেতা এই মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমের পাতায় সুশান্তের সঙ্গে তাঁর কথোপকথনে একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিনেতা তাঁকে তিনটি বই পড়ার কথা বলেছিলেন। অভিনেতার দিদি সুশান্তের হাতে লেখা একটি নোটবুকের পাতার ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন। তাতে বোঝা যাচ্ছে, মহাকাশ, পদার্থবিদ্যা, রোবোটিক্সের মতো বিষয় নিয়ে বলিউড তারকা টুকরো টুকরো কিছু শব্দ লিখে রেখেছেন।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-২০: বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চান? কোন দিকে দেবদেবীদের রাখা শাস্ত্রসম্মত?

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১২: স্ট্যানলি ম্যাথুজ— একজন কিংবদন্তি, লড়াই আবেগ আর মেহনতী জনতার বন্ধু

সমাজমাধ্যমের পাতায় শ্বেতা লেখেন, ‘‘আই লভ ইউ ভাই। সেলাম তোমার বুদ্ধিমত্তাকে। তোমাকে সব সময় মিস করি। জানি তুমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছ। তাই ভাইয়ের পড়া কিছু বই পোস্ট করলাম। যাতে ও থেকে যায় সকলের মধ্যে ওর মতো করে।’’

Skip to content