শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সুহানা খান। ছবি: সংগৃহীত।

এখনও তাঁর অভিনীত কোনও ছবি মুক্তি পায়নি। তবুও তিনি প্রচারের আলোয় থাকেন। তিনি শাহরুখ-কন্যা সুহানা খান। এই মুহূর্তে একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও এর জন্য তিনি সমালোচনার মুখে পড়েছেন। এখানেই শেষ নয়, আরও আছে। কেউ কেউ তো ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সুহানাকে গুলিয়ে ফেলেছেন।
সম্প্রতি সুহানাকে ওই সংস্থার লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। যদিও সেই বিজ্ঞাপন দেখা মাত্রই কটাক্ষ ধেয়ে এসেছে। পোস্টারে দেখা যাচ্ছে, শাহরুখ-কন্যা চিৎকার করার মতো ভঙ্গি করছেন। সুহানার গায়ের রঙের পরিবর্তন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ লিখেছেন ‘‘সুহানা খান কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’’ আরেক জন লিখেছেন, ‘‘ওঁকে অঙ্কিতা লোখান্ডের মতোই দেখাচ্ছে।’’
আরও পড়ুন:

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৪: রাজ পরিবারের সঙ্গে বিবাহ সম্পর্ক ও ব্রাহ্মবাদ

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

কারও আবার প্রশ্ন, ‘‘সুহানার গায়ের রং ফর্সা করার কী কোনও প্রয়োজন ছিল?’’ এক জন আবার লিখেছেন, ‘‘সুহানার নিজস্ব স্কিন টোনই ব্যবহার করা যেত। আবার অন্য কোনও লিপস্টিক পরানো যেতে পারত। আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এটা আশা করা যায়, তাই না?’’ কেউ লিখেছেন, ‘‘শাহরুখ-কন্যা সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে তাঁর আসল রংটাই নষ্ট করে দেওয়া হয়েছে। এর কোনও দরকার ছিল কি।’’
আরও পড়ুন:

চোখের তলায় কালি? জেনে নিন মুক্তির পাওয়ার সহজ উপায়

হাত বাড়ালেই বনৌষধি: টেম্পেল ট্রি চাঁপার এই গুণগুলি সম্পর্কে জানতেন?

তবে সুহানাই প্রথম নন, এর আগে কাজল-কন্যা নিসা বর্ণবিদ্বেষের শিকার হয়েছে। একদিকে সুহানাকে শীঘ্রই ‘দি আর্চিজ’ ছবিতে দেখা যাবে। অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও সেই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন। বলিপাড়ায় গুঞ্জন, অগস্ত্যর সঙ্গে নাকি শাহরুখ-কন্যা সম্পর্কে জড়িয়েছেন। তাহলে কি ‘দি আর্চিজ’ ছবির সেট থেকেই সম্পর্কের শুরু? এ নিয়ে অবশ্য অগস্ত্য ও সুহানার কোনও মন্তব্য করেননি।

Skip to content