শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শুভশ্রী

আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কিছু দিনের অপেক্ষা। দোকানে দোকানেও চলছে পুজো স্পেশ্যাল সেল। শহরের নানা পুজো কমিটি ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে থিমের লড়াইয়ে মাততে। স্বাভাবিক ভাবেই এখন পুজোর তোড়জোড় চরমে। চারিদিকে পুজো পুজো গন্ধ। নির্দিষ্ট সময় ভোরের আলো ফুটতে না ফুটতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বরে চণ্ডীপাঠ প্রভাতের স্নিগ্ধতার মধ্যে শরতের গন্ধ মাখিয়ে দেয়, তারপরেই টেলিভিশনে শুরু হয় নাচে গানে ভরপুর মহালয়া।
প্রতি বছর মহালয়ার ভোর নিয়ে চ্যানেলে চ্যানেলে চলে জোর টক্কর। প্রতিবারের মতো এবারও নজরে রয়েছে কোন অভিনেত্রী, কোন চ্যানেলের জন্য সাজছেন মা দুর্গা তা জানতে বাঙালিরা নিদ্রা ভুলে বসে যান বোকা বাক্সের সামনে। সূত্রের খবর অনুযায়ী, গত বছরের মতো এই বছরও জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যেতে পারে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ইতিমধ্যেই শুভশ্রীর এই অনুষ্ঠানের শ্যুটিং হয়ে গিয়েছে। শুভশ্রীর কথায়, মহালয়ার অনুষ্ঠান দেখে ছোটবেলা থেকেই তাঁর দুর্গা সাজতে ইচ্ছে করত। সেই স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। মা হওয়ার পর মহালয়ায় অংশ নেওয়াটা বেশ চ্যালেঞ্জ ছিল। এও বলেন, তিনি বরাবরই সাহসী। মা হওয়ার পর তাঁর আত্মবিশ্বাস আরও বেড়েছে। আর সেটা মা দুর্গার আত্মবিশ্বাসের সঙ্গে মিলে যায়।
যদিও মাঝে সৌমিতৃষার নামও শোনা যাচ্ছিল। তবে সেটা নাকি নিতান্তই গুজব ছিল। শিবের চরিত্রে দেখা যাতে পারে ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেতা রুবেল দাস। অভিনয়ের পাশপাশি নাচেও পারদর্শী রুবেল। পার্বতীর ভূমিকায় শোনা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যের নাম। অন্যদিকে মহিষাসুরের ভূমিকায় কোনও অভিনেতা নন, এবার সেই ভূমিকায় একজন নৃত্যশিল্পীকে দেখা যেতে পারে।
তবে পিছিয়ে নেই স্টার জলসাও। শোনা যাচ্ছে এই চ্যানেলে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী সোনামণি সাহাকে। আর বিষ্ণুর চরিত্রে দেখা যেতে পারে ‘অনুরাগের ছোঁয়া’-র নায়ক দিব্যজ্যোতি দত্তকে।

Skip to content