রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম এবং উৎসব মুখোপাধ্যায়।

পরম-পাওলি একসঙ্গে এর আগে কাজ করেছেন। এ বার নতুন মাধ্যমে জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। অডিয়ো সিরিজে অভিনয় করেছেন তাঁরা। পরিচালক উৎসব মুখোপাধ্যায়। সিরিজের নাম ‘২০৬৩ থেকে এসেছি’।
৪০ বছর পরের এক মানুষ আজকের সময়ে হাজির হয়েছে। বর্তমান এবং ভবিষ্যতের দুই প্রতিনিধির মধ্যে বার্তালাপ শুরু হলে সেখানে কি কোনও দ্বন্দ্ব তৈরি হবে? না কি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সময়কালটাই কোথাও হয়তো মিলে যাবে? রঞ্জন চট্টোপাধ্যায় মনোবিদ নন্দিনী মিত্রর কাছে এসে হাজির হয়েছেন। তাঁর দাবি, তিনি এসেছেন এক ভয়াবহ পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে। মনোবিদ নন্দিনী কি রঞ্জনকে বিশ্বাস করবেন, না কি তাঁর চিকিৎসার প্রয়োজন? অডিয়ো সিরিজে মোট দশ পর্ব থাকবে। পরমব্রতকে দেখা যাবে রঞ্জনের ভুমিকায়। আর নন্দিনী হলেন পাওলি।
আরও পড়ুন:

পলিপের চিকিৎসায় সার্জারিই একমাত্র পথ নয়, বরং আগেভাগে সচেতন হলে সার্জারির প্রয়োজনই পড়ে না

নিয়মিত রোজ তিন বেলা এক গ্লাস করে গরম জল খাচ্ছেন? এর ফলে শরীরে কী হচ্ছে জানেন?

পরিচালক উৎসব এই প্রথম অডিয়ো সিরিজ পরিচালনা করলেন। ‘২০৬৩ থেকে এসেছি’র চিত্রনাট্যকারও উৎসব। তাঁর কথায়, ‘‘আমি ইংরেজি এবং হিন্দি চিত্রনাট্যকে অনুসরণ করে মিলিয়ে দিয়েছি। সঙ্গে নতুন কিছু সিকোয়েন্সও যোগ করেছি। ফলে বাংলা সংস্করণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’’ উৎসব এও বললেন, ‘‘আমরা রেডিয়ো শুনে বড় হয়েছি। বাঙালির বড় হওয়া মা-দিদিমার মুখে গল্প শুনে। এফএম আসার পরেও গল্প শোনার চাহিদা কমেনি। এই মাধ্যমে পরম বা পাওলির মতো ব্যক্তিত্ব কাজ করলে শ্রোতারা আরও বেশি আকৃষ্ট হবেন।’’
আরও পড়ুন:

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

শাশ্বতী রামায়ণী, পর্ব-৩৩: শোকস্তব্ধ অযোধ্যানগরী কি আপন করে নিল ভরতকে?

‘কেস ৬৩’ এর লেখন হুলিও। স্প্যানিশ লেখকের এই গল্প অবলম্বনে একাধিক ভাষায় তৈরি এই সিরিজ। হলিউডে এই সিরিজে জুলিয়েন মুর ও অস্কার আইজ্যাক কণ্ঠ দিয়েছিলেন। হিন্দিতে রিচা চড্ডা এবং আলি ফজল কাহিনির রূপদান করেছেন। বাংলা সংস্করণে বিভিন্ন চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কল্পন মিত্র, চিত্রাঙ্গদা শতরূপা। ‘২০৬৩ থেকে এসেছি’ সিরিজ রবিবার থেকে স্পটিফাই-তে বিনামূল্যে শোনা যাচ্ছে।

Skip to content