‘জওয়ান’ ছবিতে শাহরুখ। ‘সালার’ ছবির পোস্টারে প্রভাস। ছবি: সংগৃহীত।
দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসের পেশাগত জীবনে কিছুটা ভাটা পড়েছে এটা বলাই যায়। ‘বাহুবলী’-র মতো ছবির তাঁকে জনপ্রিয়তার মধ্য গগনে পৌঁছে দিলেও সেই সাফল্য তিনি ধরে রাখতে পারেননি। ‘সাহো’, ‘রাধে শ্যাম’-এর মতো ছবি ফ্লপ হয়েছে। চলতি বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘আদিপুরুষ’-ও। ফ্লপের হ্যাটট্রিকের পরে এ বার প্রভাসের ভরসা ‘সালার’।
‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এই ছবির মাধ্যমে বক্স অফিসে প্রত্যাবর্তনের আশা করেছিলেন দক্ষিণী তারকা। তবে সে গুড়ে বালি! ‘সালার’-এর মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ২৮ সেপ্টেম্বর। তার মাত্র দু’সপ্তাহ আগেই ছবির নির্মাতারা জানিয়ে দিয়েছেন, অনিবার্য কারণবশত ‘সালার’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হচ্ছে। ছবি মুক্তির নতুন দিনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন:
আপনার কি অকালেই চুল পড়ে যাচ্ছে? কোন তেলে বেশি তাজা হবে চুল?
অমর শিল্পী তুমি, পর্ব-৭: তোমায় পড়েছে মনে আবারও…
We deeply appreciate your unwavering support for #Salaar. With consideration, we must delay the original September 28 release due to unforeseen circumstances.
Please understand this decision is made with care, as we're committed to delivering an exceptional cinematic experience.… pic.twitter.com/abAE9xPeba— Hombale Films (@hombalefilms) September 13, 2023
এ দিকে এর মধ্যেও ৩৫০ কোটি টাকা ঝুলিতে ভরল প্রভাসের ছবি! কী ভাবে? খবর, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে ডিজিটাল প্ল্যাটফর্মের নিজের জায়গা সুরক্ষিত করে নিয়েছে ‘সালার’। শুধু তাই-ই নয়, প্রভাসের ছবির স্যাটেলাইট এবং গানের স্বত্ব-ও বিক্রি হয়েছে কয়েকশো কোটি টাকায়। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘সালার’-এর। প্রায় ৩৫০ কোটি টাকায় পাঁচটি ভাষায় ডিজিটাল, স্যাটেলাইট এবং গানের স্বত্ব বিক্রি করা হয়েছে। খবর, প্রভাসের ছবির নির্মাতারা নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ‘সালার’ প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটিতেই মুক্তি পাবে কি না, তা পরিষ্কার নয়।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: খুব সহজেই একঝলকে জেনে নিন Pronoun-এর খুঁটিনাটি
স্বাদে-আহ্লাদে: স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চিপস
আগে খবর পাওয়া গিয়েছিল, আমেরিকায় মোট ৩৩৭টি জায়গায় মুক্তি পাচ্ছে ‘সালার: পার্ট ওয়ান— সিজফায়ার’। ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে রোজগার হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা। এত পরিকল্পনা করেও শেষমেশ পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। এট সবের পরে কি প্রভাসের ‘সালার’ ছবি নিয়ে উৎসাহ থাকবে দর্শকের? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।