রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অপেক্ষার অবসান। সোনম ও আনন্দ আহুজার কোলে আলো করে এল নতুন সদস্য। শনিবার লন্ডনের হাসপাতালে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আনন্দে আত্মহারা দাদু অনিল থেকে দিদিমা সুনীতা কাপুর, মাসি রিহা, মামা অর্জুন কাপুর-সহ সকলেই।
প্রসঙ্গত, গত মার্চে মা হতে চলার সুখবর প্রকাশ্যে আনেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকে নিজের প্রেগন্যান্সি পর্বের নানান ছবি ও ভিডিয়ো নেট মাধ্যমে আপলোড করে চলেছেন সোনম। কখনও ওয়ার্ক আউটের তো কখনও হেলদি ডায়েটের ছবি। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের।
অন্তঃসত্ত্বা অভিনেত্রী প্রথমটায় কাটিয়েছিলেম স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই। সেখানে অ্যাডলের কনসার্টে গিয়ে চুটিয়ে মজাও করেছেন। সাধভক্ষণের অনুষ্ঠানও হয়েছিল নায়িকার। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। আজ, ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।
এই মুহূর্তে নয়া অতিথিকে স্বাগত জানিয়ে সোনম কপূরের মা একটি পোস্ট করেন। আর সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর। অন্যদিকে অনিল কাপুর জানান, চিকিৎসক এবং হাসপাতালের নার্স থেকে শুরু করে পরিবার, বন্ধুবান্ধব যাঁরা এই সময়ে আমাদের পাশে থেকেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।

Skip to content