গতকাল সোমবার থেকে ‘জি বাংলা’য় শুরু হয়েছে ‘সোহাগ জল’ নামে নতুন ধারাবাহিক। এর মধ্যেই দেখা গেল বিপত্তি। এক সময় হলিউড-বলিউডের ‘মি টু’ আন্দোলনের ধাক্কায় টলমল হয়েছিল টলিপাড়াও। পরিচালক, অভিনেতা, গীতিকার কেউ বাদ ছিলেন না ওই তালিকায়। ওই তালিকায় নতুন সংযোজন হল মুম্বইয়ের মডেল পূজা কুলের অভিযোগ। তাঁর আনা ‘মি টু’ অভিযোগে বিদ্ধ ‘সোহাগ জল’ ধারাবাহিকের পরিচালক সুমন দাস।
‘সোহাগ জল’-এর আগে সুমন ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকেও নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ‘হইচই’-এ ‘গভীর জলের মাছ’ সিরিজটিও তাঁর নির্দেশনায় তৈরি। ‘সোহাগ জল’ ধারাবাহিকের প্রথম সম্প্রচারের দিন অর্থাৎ গতকাল সোমবার পূজা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করেন। সেই ফেসবুক লাইভে পরিচালক সুমনে দাসের করে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন।
এখানেই শেষ নয়, সুমনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগও উঠেছে। সুমনের বিরুদ্ধে আরও এক জন মুখ খুললেন। অভিনয়ের জন্য সুমনের সঙ্গে সোমদত্তা মিত্রের আলাপ হয়েছিল। সোমদত্তাও পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।
এখানেই শেষ নয়, সুমনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগও উঠেছে। সুমনের বিরুদ্ধে আরও এক জন মুখ খুললেন। অভিনয়ের জন্য সুমনের সঙ্গে সোমদত্তা মিত্রের আলাপ হয়েছিল। সোমদত্তাও পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।
আরও পড়ুন:
বাবার কাটা মাথা মাঠে পুঁতছে ছেলে! হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে
ভারতে পাইকারি ব্যবসা বন্ধের ঘোষণা অ্যামাজনের, অনলাইন শিক্ষা, খাদ্য বিপণনের পর বন্ধ সংস্থার তৃতীয় শাখা
কলকাতায় শিরশিরানি ভাবের মাঝেই তাপমাত্রা বাড়ল দু’ডিগ্রি, আগামী কয়েক দিনের মধ্যে ফের পারদপতন!
সোমদত্তার কথায়, ‘‘পরিচালক সুমন দাসের জন্য অভিনয় ছেড়ে আমি অন্য চাকরি করছি। এতটাই খারাপ অভিজ্ঞতা যে, মনে ভয় ঢুকে গিয়েছে। ইন্ডাস্ট্রি সুমন দাসের মতো মানুষে ভর্তি।’’ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সোমদত্তা সুমনের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘জন্নত’-এ অভিনয় করছেন। তবুও সুমনের দিন দিন বেড়ে চলা চাহিদা ও অহেতুক জেদের জন্য তাঁকে ইন্ডাস্ট্রি ছাড়তে হয়। অভিযোগকারীর কথায়, ‘‘পরিচালকের অদ্ভুত জেদ ছিল। প্রায়ই বলেতেন, তুই কেন আমার গার্লফ্রেন্ড হবি না!’’ সোমদত্তা বলেন, পরিচালকের এই কথায় তিনি একাধিক বার বাধা দিয়েছেন, তবুও তিনি শোনেনি। এমনকি, ফোনে ব্লক করে দেওয়ার জন্য সুমন মদ্যপ অবস্থায় তাঁর বাড়ির সামনে গালিগালাজ করেছেন। অভিযোগকারীর জানান, ‘‘সুমন আমাকে অশ্রাব্য গালাগালি করতেন। আমার বাবাকে মেসেজ করত। সেই সব মেসেজে তিনি আমায় নিয়ে নানা রকম নোংরা ভাষা প্রয়োগ করত। ২০১৫ সালে আমি পুলিশেও অভিযোগ করেছিলাম। শেষমেশ সব বাধ্য হয়ে সব কিছু ছেড়ে চাকরি নিয়ে কেরল চলে যাই।’’
আরও পড়ুন:
জ্বরের পর মুখের রুচি চলে গিয়েছে? মুখে স্বাদ ফেরাতে রইল কিছু ঘরোয়া
কনসার্টে অরিজিৎ সিংহকে কাছ থেকে দেখতে গুনতে হবে ১৬ লক্ষ টাকা!
সুমনের সঙ্গে পূজার সঙ্গে আলাপ হয় ২০১৭ সালে। প্রথমে সাউথ সিটিতে দেখা করার কথা থাকলেও মডেলের আসতে দেরি হওয়ায় তাঁকে গল্ফ গ্রিনের ফ্ল্যাটে ডাকেন পরিচালক। অডিশন পর্ব মিটে যাওয়ার পূজা বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সে সময় পরিচালক তাঁকে থেকে যাওয়ার কথা বলেন। অভিযোগ, মডেল তাঁর প্রস্তাবে রাজি না হওয়াতেই শুরু হয় অত্যাচার।
পূজার কথায়, “পরিচালক আমাকে বলেন তুমি থেকে যাও, আমি তোমার লাইফ চেঞ্জ করে দেব। তবে আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আমি সে সময় বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি আমার ফোন নিয়ে ফেলে দেন। তখন আমি বাঁচাও বলে চিৎকার করতে থাকি। উনি আমায় জোর করে বিছানায় ফেলে দেন। কিন্তু আমার দুর্ভাগ্য, সে সময় বিল্ডিংয়ের পাশে একটি অনুষ্ঠান হচ্ছিল, তাই আমার চিৎকার কেউ শুনতে পাননি। পরিচালক আমার দুহাত, মুখ চেপে ধরেন। আমি নড়তে পারছিলাম না। তখন আমি প্রাণে বাঁচার জন্য বলি আমি যাব না, থাকব।”
পূজার কথায়, “পরিচালক আমাকে বলেন তুমি থেকে যাও, আমি তোমার লাইফ চেঞ্জ করে দেব। তবে আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আমি সে সময় বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি আমার ফোন নিয়ে ফেলে দেন। তখন আমি বাঁচাও বলে চিৎকার করতে থাকি। উনি আমায় জোর করে বিছানায় ফেলে দেন। কিন্তু আমার দুর্ভাগ্য, সে সময় বিল্ডিংয়ের পাশে একটি অনুষ্ঠান হচ্ছিল, তাই আমার চিৎকার কেউ শুনতে পাননি। পরিচালক আমার দুহাত, মুখ চেপে ধরেন। আমি নড়তে পারছিলাম না। তখন আমি প্রাণে বাঁচার জন্য বলি আমি যাব না, থাকব।”
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ
দশভুজা: আমার উড়ান— শোনো এক মাটির মেয়ের গল্প তবে…
পূজার জানান, পরিচালক সুমন ফ্ল্যাটের মধ্যেই তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেন। অভিনেত্রী এও জানান, সুমন ফ্ল্যাটের মধ্যে তাঁকে আটকে রাখার চেষ্টা করেন। সেই পরিস্থিতিতে পূজা উপস্থিত বুদ্ধিকে কাজ লাগিয়ে নিজেকে বাথরুমে বন্ধ করে নেন। এমন সময় দরজা খোলার হুমকি দেন পরিচালক। দীর্ঘক্ষণ ধস্তাধ্বস্তির পর শেষমেশ পরিচালক সুমন দাসের প্রতিবেশী এসে পূজাকে উদ্ধার করেন। পূজাকে সমর্থন জানিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ও পরিচালককে একহাত নিয়েছেন।
যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।