শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কেকে-র অকালমৃত্যুর শোক বাঙালি এখনও কাটিয়ে উঠতে পারেনি। একশো জনের কণ্ঠে গত রবিবার শহর গেয়ে উঠেছিল কেকে-র বিখ্যাত সেই ‘পল’ গান। এবার পথচলা শুরু করল কেকে ফ্যান ক্লাব। মঙ্গলবার সত্যনারায়ণ পুজো করে ক্লাবের উদ্বোধন হয়েছে। ফ্যান ক্লাবের মূল উদ্যোগক্তা কেকে অনুরাগী অমৃতা সিংহ। ৩১ মে তিনি নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানে ছিলেন। তাঁর কথায়, ৩১ মে মঙ্গলবার আমার জীবনের সবচেয়ে আনন্দ এবং দুঃখের দিন। ভাবিনি অপেক্ষা করছিল এমন দুঃসংবাদ। একটু আগেই যে মানুষটা মাতিয়ে রেখেছিলেন মঞ্চ, তিনি আর নেই বিশ্বাসই হচ্ছিল না। অমৃতা বলেন, কেকে-কে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, সেই ভাবনা থেকেই কেকে ফ্যান ক্লাবের যাত্রা শুরু।
এখানে কেবল অনামী শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবাই কেকের গান গাইবেন। নামী শিল্পীদের আমন্ত্রণ প্রসঙ্গে অমৃতা বক্তব্য, নামী শিল্পীদের মধ্যে তো কেউ কেউ আবার কেকে-কে জানেনই না। তাই তাঁদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুরাগীরাই প্রিয় শিল্পীকে বাঁচিয়ে রাখবে। এই ক্লাবের সদস্য হতে কেকে-র কোনও টাকা লাগবে না। গানের জন্য সদস্যরা কাজ করবেন। কেকে ফ্যান ক্লাব দুঃস্থ শিল্পীর পাশাপাশি নতুন শিল্পীদেরও পাশে থাকবে।

Skip to content