বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


দীর্ঘদিন ধরে অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন সুরেশ।

পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দল প্রয়াত। দিল্লির লোদি শ্মশানে শুক্রবার রাত দুটো নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান পরিচালক-প্রযোজকের বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুরেশ দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য শয্যাশায়ী ছিলেন। গত এক মাসেরও বেশি সময় ধরে নয়া দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। যদিও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। ধীরে ধীরে তাঁর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে।
আরও পড়ুন:

বিসলেরি অধিগ্রহণ করতে চলেছে টাটা! কর্ণধারের দাবি, ‘আমার চেয়েও সংস্থার বেশি খেয়াল রাখবে টাটা’

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৭: রঙের খেলা আর উইসকনসিনের আঁকাবাঁকা ফাঁকা রাস্তা—জীবনীশক্তিকে আরও উসকে দেয়

দেশে সমান্তরাল ধারার ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক তথা প্রযোজক সুরেশ জিন্দলের বড় ভূমিকা ছিল। তিনি ‘রজনীগন্ধা’ (১৯৭৪), ‘কথা’ (১৯৮২) এবং সত্যজিৎ রায় পরিচালিত ‘শতরঞ্জ কে খিলাড়ি’র (১৯৭৭)-সহ একাধিক ছবির প্রযোজক ছিলেন।

সত্যজিতের সঙ্গে সুরেশ জিন্দল।

আরও পড়ুন:

কন্যার নাম প্রকাশ করলেন রণলিয়া, একরত্তি কন্যার নামের অর্থ কী?

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

সত্যজিতের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে সুরেশে একটি বইও লিখেছেন। বইয়ের নাম ‘মাই অ্যাডভেঞ্চার্স উইথ সত্যজিৎ রায়: মেকিং অফ শতরঞ্জ কে খিলাড়ি’। তিনি জানান, সত্যজিতের মতো বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দিয়েছিল।

Skip to content