শাহরুখ খান, নরেন্দ্র মোদী ও সুব্রহ্মণ্যম স্বামী। ছবি: সংগৃহীত।
সম্প্রতি কাতারের কারাগার থেকে সোমবার ৮ জন ভারতীয় নৌসেনা আধিকারিক মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে ওই আধিকারিকদের দেশে ফেরানো হয়েছে। এ দিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সমাজমাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি করেছন। তিনি লিখেছেন, কাতারের কারাগার বন্দি ওই ৮ জন ভারতীয় নৌসেনা আধিকারিকের মুক্তির পিছনে শাহরুখ খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও মঙ্গলবার শাহরুখ খানের টিম সুব্রহ্মণ্যম স্বামীর এমন দাবিকে অযৌক্তিক বলে জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জেলে বন্দি ওই ৮ জন নৌসেনা আধিকারিককে কাতারের আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। আদালতের সেই নির্দেশ নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছিল। এ নিয়ে গত সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ৮ জন নৌসেনা আধিকারিককে ছেড়ে দেওয়া হয়েছে। ৭ জন দেশেও ফিরে এসেছেন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে জানান, আগামী কয়েক দিন তিনি সংযুক্ত আরব আমিরশাহি ও কাতার সফরে যাবেন। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রীর ওই পোস্টের নীচে লেখেন, ‘‘নরেন্দ্র মোদীর উচিত অভিনেতা শাহরুখ খানকে তাঁর সঙ্গে কাতারে সফরে নিয়ে যাওয়া। ভারতের বিদেশ মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা সংস্থা কাতারের শেখদের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে, মোদী শাহরুখ খানের সাহায্য নিয়ে তাঁদের অনুরোধ করেন। তার পরে কাতার ভারতীয় ওই ৮ নৌসেনার আধিকারিককে মুক্তি দেয়।’’
আরও পড়ুন:
মুভি রিভিউ: সুধীর মিশ্রের ‘আফওয়া’ নতুন প্রজন্মকে অন্যায়ের প্রতিবাদ করতে সাহস জোগাবে
এই দেশ এই মাটি, পর্ব-৩৫: সুন্দরবনের নদীবাঁধের অতীত
From the office of Mr. Shah Rukh Khan pic.twitter.com/s7Kwwhmd6j
— Pooja Dadlani (@pooja_dadlani) February 13, 2024
এ প্রসঙ্গে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি সুব্রহ্মণ্যমের দাবি খারিজ করে দিয়েছেন। পূজা দাদলানি ওই পোস্টে লিখেছেন, ‘‘কাতার থেকে ৮ ভারতীয় নৌসেনার আধিকারিকের মুক্তির পিছনে শাহরুখ খানের কোনও আবদান নেই। সুব্রহ্মণ্যমের এই দাবি একেবারেই ভিত্তিহীন। নৌসেনার আধিকারিকদের এই ঘটনার সম্পূর্ণ অবদান ভারত সরকারের আধিকারিকদের।’’ পূজা আরও লিখেছেন, ‘‘আমাদের দেশের যোগ্য নেতারা কূটনৈতিক সমস্যার সমাধান করতে পারেন। বাকি ভারতীয়দের মতো ওই ৮ সেনা আধিকারিকের দেশে প্রত্যাবর্তনের জন্য শাহরুখ খান খুব খুশি। শাহরুখ তাঁদের ভবিষ্যতের জন্যও শুভেচ্ছাও জানিয়েছেন।’’