বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


লেডি গাগা ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

৫৮ বছর বয়সেও তিনি মহিলাদের ‘হার্টথ্রব’। তাঁর ব্যক্তিত্ব সব সময়ই নারীদের মন জয় করেছে। তাঁদের প্রতি তাঁর ব্যবহারের জন্য বাদশা প্রশংসিত হয়েছেন। যদিও এ বার শাহরুখের নামে নিন্দা শোনা গিয়েছে। এর মূলে নাকি রয়েছে গায়িকা লেডি গাগার প্রতি তাঁর ব্যবহার! গায়িকা বার বার নিষেধ করলেও শাহরুখ নাকি কথা শোনেননি। কিং খানের এই ব্যবহারে নেটপাড়া হতবাক।
অভিযোগটি ঠিক কী?
বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী লেডি গাগা ২০১১ সালে ভারতে এসেছিলেন। সে সময় এক সোফায় বসে গাগা ও শাহরুখকে কথা বলতে দেখা যায়। দু’ জনই খোশমেজাজে আড্ডা দিচ্ছিলেন।

আচমকা গাগা-শাহরুখের সেই সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। শাহরুখ গাগার চায়ের কাপ নিতে চান, তবে তা গায়িকা এড়িয়ে যান। পর মজা করে শাহরুখ বলেন, ‘‘আপনার হয়তো কাছে টাকা নেই, শপিং করতে পারছেন না, আমার এই দামি ঘড়ি উপহার দিতে চাই আপনাকে।”
আরও পড়ুন:

অশালীন সংলাপ হনুমানের মুখে, ‘আদিপুরুষ’ নিয়ে টানা বিতর্ক, নিঃশর্ত ক্ষমা চাইলেন ছবির সংলাপ লেখক

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

তবে বিষয়টিকে মজার ছলে নেননি গাগা। গায়িকা বার বার না বলে প্রত্যাখান করেন অভিনেতাকে। কিন্তু গাগাকে খানিকটা জোর করতে থাকেন তিনি। শাহরুখ গাগা হাতে ঘড়িটা পরিয়ে দিতে চাইলে গায়িকা বলেন, ‘‘তুমি এটি তোমার অনুরাগীদের দিয়ে দাও।’’ এর পরে সোফায় শাহরুখ গাগার আরও কাছাকাছি চলে আসেন। এতে গাগা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন

স্বাদে-আহ্লাদে: ম্যাগি ভালোবাসেন? এই রেসিপি ট্রাই করে দেখেছেন?

ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে শাহরুখের এই ব্যবহারের সমলোচনা শুরু হয় নেটপাড়ায়। কেউ কেউ লিখেছেন, ‘‘না মানে না।’’ আবার কারও বক্তব্য, ‘‘অন্য কেউ এই ব্যবহার করলে তাঁকে লাঞ্ছিত করা হত।’’ আর একজন লিখেছেন, ‘‘উনি ওঁর উপর প্রায় ঝাঁপিয়েই পড়েন। এটা একদমই ঠিক নয়।’’

Skip to content