শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শাহরুখ-সুহানা।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ’। শাহরুখ-কন্যা সুহানা খান এই ছবির মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন। এ বার গুঞ্জন শুরু হয়েছে, সুহানা ওটিটির পর নাকি বড় পর্দায় পা রাখতে প্রস্তুত নিচ্ছেন। শাহরুখ ছবির পরিকল্পনাও সেরে ফেলেছেন।
সম্প্রতি ছবি পরিচালনা শুরু করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান। বাদশা পুত্রের নতুন পোশাক সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন। সূত্রের খবর, ছবিটি অ্যাকশন থ্রিলার ঘরানার একটি ছবিতে শাহরুখের সঙ্গেই জুটি বাঁধছেন সুহানা। এর আগে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে যেমন শাহরুখ এবং আলিয়া জুটি বাঁধেছিলেন, তেমনই বাবা-মেয়ে জুটিকে সাজানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৪: জার্মান অভিব্যক্তিবাদ ও মারনোর নসফেরাতু

বাবা মহেশের এক মেসেজে মদ্যপান ছেড়ে দিয়েছিলেন পূজা, এখনও বড় ভয় কী? জানালেন বলিউড অভিনেত্রী

এই থ্রিলার ছবিটি কে পরিচালনা করবেন? শোনা যাচ্ছে, সুজয় ঘোষ ছবিটি পরিচালনা করবেন। এই পরিচালক এর আগে শাহরুখের সংস্থার সঙ্গে ‘বদলা’ ছবিটি পরিচালনা করেন। ‘বদলা’ ছবিতে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুকে দেখা গিয়েছিল।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: প্যারিস, ইউট্রেকট, আমস্টারডাম হয়ে ব্রাসেলস—স্বপ্নের ভ্রমণ ডেসটিনেশন/৩

বাস্তুবিজ্ঞান: পর্ব-২১: বাস্তু মতে, বাড়ির সবার শোয়ার ঘর কোন দিকে হলে ভালো? কোন দিকেই বা থাকে ঠাকুর ঘর?

পরিচালক সিদ্ধার্থ আনন্দের সংস্থা এই ছবির প্রযোজনার জন্য শাহরুখের সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে বলে খবর। শোনা যাচ্ছে, ‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ এখন সিদ্ধার্থের উপর আস্থা রাখছেন। এখন ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে।

Skip to content