শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


‘জেলর’ ছবিতে রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘জেলর’ মুক্তি পেয়েছে। তামিলনাড়ু এবং কর্নাটকে সেই ছবি দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। প্রিয় অভিনেতার ‘ম্যাজিক’ দেখতে ভক্তেরা সিনেমা হলগুলিতে প্রথম দিনেই ভিড় করেছেন। এখানেই শেষ নয়, রজনীকান্তের ‘জেলর’-এর প্রভাব পড়েছে তামিলনাড়ু এবং কর্নাটকের স্কুল, কলেজ এবং অফিসগুলিতেও। সর্বভারতীয় মেগাতারকার জনপ্রিয়তার বিস্তার বিশ্ব জুড়ে। শুধু তাঁর ছবি দেখতে জাপান থেকে ভারতে এসে পৌঁছলেন এক দম্পতি।

‘জেলর’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চেন্নাইয়ে এসে পৌঁছেছেন এক জাপানি দম্পতি। তাঁরা জাপানের ওসাকা প্রদেশ থেকে এসেছেন। ইয়াশুদা হিদেতোশি জাপানের ‘রজনীকান্ত ফ্যান ক্লাব’-এর নেতাও। থালাইভার কোনও ছবিই মিস্ করতে চান না ইয়াশুদা। তিনি ২০ বছর ধরে রজনী-ভক্ত।
প্রিয় অভিনেতার ছবি দেখতে চেন্নাই এবং বেঙ্গালুরুতে বৃহস্পতিবার স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটির ঘোষণা করা হয়। কিছু সংস্থা আবার কর্মীদের বিনামূল্যে ‘জেলর’ দেখার টিকিটও দিয়েছে। চেন্নাইয়ের একটি সংস্থা তাঁদের সব কর্মীদের সপরিবারে ‘জেলর’ ছবি দেখার সুযোগ করে দিয়েছে। সংস্থাটি বুধবার একটি নোটিস দিয়ে সংস্থাটি জানায়, আগামী ১০ অগস্ট সংস্থার সব কর্মীকে রজনীকান্তের ‘জেলর’ ছবি দেখতে যাওয়ার জন্য ছুটি দেওয়া হল।
আরও পড়ুন:

রিভিউ: সব মিলিয়ে প্রত্যাশা পূরণ করেছে ‘দ্য ট্রায়াল’, যাঁরা এখনও দ্যাখেননি, তাঁরা দেখে ফেলতে পারেন

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন

কৃষ্ণনগরে কাঁধে করে ঠাকুর বিসর্জনের বিষয়টি ঠিক কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রশাসনের উপরেই ছাড়ল কলকাতা হাই কোর্ট। এ বছর কোভিড পরিস্থিতিতে কাঁধে করে ঠাকুর বিসর্জন (স্থানীয়দের কথায় সাঙে ঠাকুর বিসর্জন)-এর বিষয়টি বাতিল করা হয়। তাই নিয়ে আবেদন করা হয়েছিল হাই কোর্টে। আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে আদালত। আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাঁধে করে ঠাকুর বিসর্জনের যে প্রথা দীর্ঘ দিন ধরে চলে আসছে, এ বছর সেটি করা যাবে না। কারণ, ওই প্রথায় হাজার হাজার লোকের জমায়েত হয়, ছোট গলির মধ্যে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। কোভিড পরিস্থিতিতে পুরো বিষয়টি এ ভাবে পরিচালনা করা সম্ভব নয়। মনোসোডিয়াম গ্লুটামেট— এই দুটো শব্দ ভীষন অচেনা বলে মনে হলেও এমএসজি বললেই আমাদের চটজলদি মনে পড়ে যায় চিনে খাবারের কথা। বিশ্বের সব খাদ্যরসিক মানুষই বোধহয় চাইনিজ খাবার খেতে পছন্দ করেন। এঁদের অনেকেই আবার দেশ-বিদেশের খাবার চেখে দেখার আগে তা নিয়ে রীতিমতো গবেষণাও করে থাকেন। কোন রান্নায় কী কী উপকরণ ব্যবহার হয়, কোন মশলার উপকারিতা কী, আর কোন খাবারে কী ব্যবহার করা উচিত না— এই সব তথ্যই এখন প্রযুক্তিবান্ধব বাঙালির হাতের মুঠোর মধ্যে থাকে।

এই দুটো শব্দ ভীষন অচেনা বলে মনে হলেও এমএসজি বললেই আমাদের চটজলদি মনে পড়ে যায় চিনে খাবারের কথা। বিশ্বের সব খাদ্যরসিক মানুষই বোধহয় চাইনিজ খাবার খেতে পছন্দ করেন। এঁদের অনেকেই আবার দেশ-বিদেশের খাবার চেখে দেখার আগে তা নিয়ে রীতিমতো গবেষণাও করে থাকেন। কোন রান্নায় কী কী উপকরণ ব্যবহার হয়, কোন মশলার উপকারিতা কী, আর কোন খাবারে কী ব্যবহার করা উচিত না— এই সব তথ্যই এখন প্রযুক্তিবান্ধব বাঙালির হাতের মুঠোর মধ্যে থাকে।

কৃষ্ণনগরে কাঁধে করে ঠাকুর বিসর্জনের বিষয়টি ঠিক কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রশাসনের উপরেই ছাড়ল কলকাতা হাই কোর্ট। এ বছর কোভিড পরিস্থিতিতে কাঁধে করে ঠাকুর বিসর্জন (স্থানীয়দের কথায় সাঙে ঠাকুর বিসর্জন)-এর বিষয়টি বাতিল করা হয়। তাই নিয়ে আবেদন করা হয়েছিল হাই কোর্টে। আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে আদালত। আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাঁধে করে ঠাকুর বিসর্জনের যে প্রথা দীর্ঘ দিন ধরে চলে আসছে, এ বছর সেটি করা যাবে না। কারণ, ওই প্রথায় হাজার হাজার লোকের জমায়েত হয়, ছোট গলির মধ্যে

মনোসোডিয়াম গ্লুটামেট— এই দুটো শব্দ ভীষন অচেনা বলে মনে হলেও এমএসজি বললেই আমাদের চটজলদি মনে পড়ে যায় চিনে খাবারের কথা। বিশ্বের সব খাদ্যরসিক মানুষই বোধহয় চাইনিজ খাবার খেতে পছন্দ করেন। এঁদের অনেকেই আবার দেশ-বিদেশের খাবার চেখে দেখার আগে তা নিয়ে রীতিমতো গবেষণাও করে থাকেন। কোন রান্নায় কী কী উপকরণ ব্যবহার হয়, কোন মশলার উপকারিতা কী, আর কোন খাবারে কী ব্যবহার করা উচিত না— এই সব তথ্যই এখন প্রযুক্তিবান্ধব বাঙালির হাতের মুঠোর মধ্যে থাকে। এম এস জি বা মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা নিয়েও রয়েছে বেশ কিছু ধারণা। লবণের মতন দেখতে…

কৃষ্ণনগরে কাঁধে করে ঠাকুর বিসর্জনের বিষয়টি ঠিক কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রশাসনের উপরেই ছাড়ল কলকাতা হাই কোর্ট। এ বছর কোভিড পরিস্থিতিতে কাঁধে করে ঠাকুর বিসর্জন (স্থানীয়দের কথায় সাঙে ঠাকুর বিসর্জন)-এর বিষয়টি বাতিল করা হয়। তাই নিয়ে আবেদন করা হয়েছিল হাই কোর্টে। আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে আদালত। আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাঁধে করে ঠাকুর বিসর্জনের যে প্রথা দীর্ঘ দিন ধরে চলে আসছে, এ বছর সেটি করা যাবে না। কারণ, ওই প্রথায় হাজার হাজার লোকের জমায়েত হয়, ছোট গলির মধ্যে

  • এই সব তথ্যই এখন প্রযুক্তিবান্ধব বাঙালির হাতের মুঠোর মধ্যে থাকে।
  • বিশ্বের সব খাদ্যরসিক মানুষই বোধহয় চাইনিজ খাবার খেতে পছন্দ করেন।
  • এই দুটো শব্দ ভীষন অচেনা বলে মনে হলেও এমএসজি বললেই
  • এঁদের অনেকেই আবার দেশ-বিদেশের খাবার চেখে দেখার আগে তা নিয়ে রীতিমতো গবেষণাও করে থাকেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৯: তা বলে কি প্রেম দেব না!

সংস্থাটি এও জানায়, শুধু চেন্নাই নয়, ছবিটি দেখার জন্য সংস্থার সব শাখা বন্ধ থাকবে আগামী ১০ অগস্ট। রজনীকান্ত দু’বছর পরে বড় পর্দায় ফিরলেন। ভক্তরা তাঁর এই ছবি দেখার জন্য অপেক্ষায় ছিলেন। রজনীকান্ত ছাড়াও ‘জেলর’ ছবি মূল চরিত্রে তামান্না ভাটিয়া রয়েছেন। ছবির গান ‘কাবালিয়া’ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে, স্যাকনিল্ক ডট কম-এর রিপোর্ট বলছে, ‘জেলর’ ছবি দেখার জন্য ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সাড়ে ১১ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে তামিল ভাষায় ছবিটি দেখার জন্য। আর তেলুগু ভাষায় ছবিটি দেখার জন্য টিকিট বিক্রি হয়েছে এক কোটি এক লক্ষ টাকার মতো।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content