বলি অভিনেত্রীদের প্রাতঃরাশের খুঁটিনাটি থেকে তাঁদের ওয়ার্ড্রোব সমস্ত কিছু নিয়ে তো আমাদের কৌতুহলের শেষ নেই। কিন্তু তাদের বৌদ্ধিক জগতে উঁকি দেওয়ার কথা কখনও ভেবেছেন কি? ভাবলেই জানতে পারতেন বলি অভিনেত্রী বিদ্যা বালনের পছন্দের চিত্র পরিচালক কে। বিদেশি কেউ নন, অভিনেত্রীর পছন্দের পরিচালক হলেন বাংলা তথা বিশ্বের গর্ব বিশ্ববিরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। ২০০৩ সাল মুক্তপ্রাপ্ত গৌতম হালদারের ছবি ‘ভালো থেকো’ দিয়েই বড়পর্দায় অভিনয় জীবন শুরু করেছিলেন বিদ্যা বালন। কিন্তু তার অনেক আগে থেকেই বাংলা ছবির ভক্ত তিনি। ‘মহানগর’ দেখে এক দীর্ঘ পত্রে পর্দার ‘বুড়ি’ অভিব্যক্ত করেছিলেন নিজের অনুভূতি। কিন্তু সেই পত্র আর ডাকঘর অব্দি পৌঁছায়নি। ফলত সত্যজিৎ রায়ের আর পড়াও হয়নি সেই চিঠি। বিদ্যার কথায় ‘সবাই পথের পাঁচালি, চারুলতা নিয়ে কথা বলে কিন্তু মহানগর ভেতরটা কেমন যেন ওলট-পালোট করে দিয়েছিল।’ সত্যজিতের মৃত্যুতে আজও কষ্ট পান অভিনেত্রী। পরিচালক আজ জীবিত থাকলে তাঁর ছবিতে তিনি অভিনয় করতে পারতেন। আর এই না পারার বোধ তাঁকে আজও ব্যথিত করে —এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।