রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আজ সরস্বতী পুজো। সকাল থেকেই বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন প্রত্যেক বাঙালি। শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। বাদ যায়নি তারকামহলও। বেহালা, শিলপাড়ায় নিজের বাড়িতেই মা সরস্বতীকে পুজো করলেন সম্পূর্ণা লাহিড়ী। লাল পাড় সাদা শাড়ি পরে সরস্বতীর পায়ে অঞ্জলিও দিলেন অভিনেত্রী। সরস্বতী পুজোর শুভক্ষণেই গতকাল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও প্রযোজক রাহুল ভঞ্জের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’ ঘোষণা করেছে তাদের প্রযোজিত বাংলা ছবি ‘মিনি’-র মুক্তির দিনক্ষণ। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘মিনি’।
এদিকে, শুটিংয়ের ব্যস্ততার মাঝেই সরস্বতী পুজোর কেনাকাটা করলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে মা সরস্বতীর পায়ে অঞ্জলিও দিলেন অভিনেত্রী। সরস্বতী পুজোয় তাঁর কী প্ল্যান রয়েছে। সময় আপডেটসের পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের ব্যস্ততা রয়েছে প্রচুর। কিন্তু হঠাৎই ঠিক করেছি বাড়িতে পুজো করব। তাই শুটিং শেষ করেই কেনাকাটা করেছি৷’ আজ সকালে ফেসবুক লাইভে বাড়ির পুজো ও ভোগ রান্নার দৃশ্য তুলে ধরেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতেই দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে একটি ঘিয়ে রঙের লাল পাড় দেওয়া শাড়ি। আর মেয়ে পরেছে লাল রঙের একটি শাড়ি। এদিন সরস্বতী পুজোর সাজে একেবারে অন্যরকম লুকে দেখা গেল মা-মেয়েকে।

Skip to content