শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ী প্রায় দু’দশক পরে ‘হেরা ফেরি ৩’ ছবিতে একসঙ্গে পর্দায় ফিরছে। দর্শক ও অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন ‘হেরা ফেরি ৩’ এর জন্য। ছবির টিজার শুটও হয়ে গিয়েছে। ইতিমধ্যে সমাজমাধ্যমে শুটিং ফ্লোরের সেই ছবিও দেখা গিয়েছে।
‘হেরা ফেরি ৩’ এ বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। মুন্নাভাই নিজেই কিছু দিন আগে সেই খবরে সিলমোহর দিয়েছেন। এ বার তিনি তাঁর চরিত্র নিয়ে মুখ খুললেন।

চরিত্র সম্পর্কে সঞ্জয় জানান, তিনি এক অন্ধ ডনের চরিত্রে অভিনয় করছেন। তাঁর কথায়, ‘‘চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমার ভূমিকা অনেকটা ‘ওয়েলকাম’ ছবিতে ফিরোজ খানের চরিত্রের মতো। আশা করছি, দর্শক এই চরিত্রকেও ভালোবাসবেন।’’ উল্লেখ্য, বলিপাড়ায় এও জল্পনা ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি জুটিকে দেখা যাবে।
আরও পড়ুন:

এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা, এ বারে চালালেন অত্যাধুনিক বন্দে ভারত

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: উচ্চ রক্তচাপ কিন্তু ডেকে আনে স্ট্রোক-হার্ট অ্যাটাক, অসুখ নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন?

‘হেরা ফেরি ৩’ পরিচালনা করছেন ফারহাদ সামজি। ছবিতে পরেশ রাওয়ালকে ‘বাবু ভাইয়া’র চরিত্রেই দেখা যাবে। এমনও খবর, ছবিতে দেখা যেতে পারে কার্তিক আরিয়ানকেও। শীঘ্রই লস অ্যাঞ্জেলেস, দুবাই ও আবু ধাবিতে শুটিং হবে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২: ‘আও টুইস্ট করে’ গানের জন্য পঞ্চমের সঙ্গে শচীনকর্তার বাক্যালাপও বন্ধ ছিল বেশ কিছুদিন

হাঁচি থামছেই না? রইল থামানোর টোটকা

অন্য দিকে, জানা গিয়েছে ‘হেরা ফেরি ৩’ নয়, ফ্র্যাঞ্চাইজির পরের ছবির নাম ‘হেরা ফেরি ৪’ হতে পারে। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হওয়া সত্ত্বেও ছবির নাম ‘হেরা ফেরি ৪’ কেন? জানা যাচ্ছে, সেটাই নাকি চিত্রনাট্যের মূল নির্যাস। রাজু, শ্যাম ও বাবুরাও প্রায় দু’দশক পরে পর্দায় ফিরছে। তারা কোথায় ছিল? কি করছিল? এ ধরনের প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই চিত্রনাট্য লেখেছেন নির্মাতারা।

Skip to content