মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে পাতায় সেই অনুষ্ঠানের ছবিও দেখা যায়। নিজের সমাজমাধ্যমে পাতাতেও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একাধিক ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যদিও ওই অনুষ্ঠানের পরেই সামান্থাকে ফের হাসপাতালের ভর্তি হতে হয়। হাতে চ্যানেল করা হয়েছে। সেই চ্যানেলের মাধ্যমে শরীরে তরল ওষুধ যাচ্ছে। তাহলে নায়িকার আবার শারীরিক অবস্থার অবনতি হল?
সম্প্রতি সামান্থা সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। সেই ছবি দেখে অনুরাগীদের মন খারাপ। যদিও সবাইকে অভয় দিয়েছেন নায়িকা। সামান্থা ছবি পোস্ট করে লেখেন, শারীরিক অবস্থার অবনতি হয়নি। মূলত নিয়মিত চিকিৎসার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হাতে চ্যানেলের মাধ্যমে তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:

নরম পানীয়ের ফেনায় খুবই ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার উপস্থিতি, ধরা পড়ল গবেষণায়, কী বলছেন বিজ্ঞানীরা?

‘জব উই মেট’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে? সত্য নাকি গুজব? মুখ খুললেন ইমতিয়াজ

সামান্থা মায়োসাইটিস রোগের শিকার। গত বছর তাঁর এই অসুস্থতা ধরা পড়েছে। এটি হল পেশিপ্রদাহজনিত একটি রোগ। এর কারণে তাঁকে বহু বার হাসপাতালে যেতে হয়েছে। এই রোগের চিকিৎসার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন। নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে অত্যাধুনিক চিকিৎসার জন্য তিনি আমেরিকায় গিয়েছিলেন।
আরও পড়ুন:

ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?

চলো যাই ঘুরে আসি, চেনা দেশ অচেনা পথ, পর্ব-১১: বন থেকে বনান্তরে

চিকিৎসার কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ায় প্রায় বিপুল টাকা ক্ষতি হয়েছে সামান্থার। যদিও শুধু টাকার জন্য অভিনয় করতে রাজি নন অভিনেত্রী। মাস খানেক আগে তিনি সমাজমাধ্যমের পাতায় এক লাইভ সেশনে এসেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, কোনও চিত্রনাট্য বা চরিত্র যদি তাঁকে নতুন কোনও কিছু শিখতে উতসাহিত না করে, তা হলে তিনি সেই কাজ করতে পছন্দ করেন না।

Skip to content