শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


‘আরআরআর’ ছবি কি এবার বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দেবে? গত ২৪ মার্চ ছবি মুক্তির পর থেকে পরিচালক এসএস রাজামৌলির ‘রাইজ-রোর-রিভোল্ট’ তথা ‘আরআরআর’-এ মোজে সিনেমাপ্রেমীরা। পরিচালক রাজামৌলি কুড়ির দশকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দুই স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনিকে কাল্পনিক পটভূমিকায় ফুটিয়ে তুলেছেন। কোমরাম ভীমের চরিত্রে জুনিয়র এনটি আর রয়েছেন। আভিনেতা রামচরণদের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন অলিভিয়া মরিস, অ্যালিসন ডোডি এবং রে স্টিভেনসনের মতো ইংলিশ ও আইরিশ অভিনেতারা। ছবিতে খুব অল্প সময়ের জন্য আলিয়া ভাট ও অজয় দেবগনকেও দেখা গিয়েছে। ছবিটি তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম এবং হিন্দি এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে।
সম্প্রতি ‘আরআরআর’-এর সাফল্য উদযাপনের জন্য মুম্বইয়ে পার্টির আয়োজন করা হয়। হাজির ছিলেন জুনিয়র এনটিআর ও রামচরণদের পাশাপাশি বলিউড তারকা আমির খান, হুমা কুরেশি, জিতেন্দ্র, তুষার কাপুর, জনি লিভার, জাভেদ আখতার, কারণ জোহার প্রমুখ। দেখা গিয়েছে সতীশ কৌশিক, পালক তিওয়ারি, অশ্বিনী তিওয়ারি আয়ার, মাকরণ্ড দেশপাণ্ডে, অয়ন মুখোপাধ্যায়কেও।

Skip to content