‘মহাভারত’ নিয়ে কাজ করতে চান এসএস রাজামৌলি।
ভারতীয় পরিচালকদের মধ্যে এই মুহূর্তে নাম তাঁর প্রথম সারিতে। জনপ্রিয়তা বিশ্বজোড়া। ‘আরআরআর’-এর সৌজন্যে কদর বেড়েছে হলিউডেও। যদিও এখন তিনি নিজের স্বপ্নপূরণে মন দিতে চান দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলি। ‘মহাভারত’ নিয়ে কাজ করতে চান, এমনটা তিনি আগেই জানিয়েছিলেন। এ বার তাঁর স্বপ্নের প্রজেক্ট নিয়ে আবারও মুখ খুললেন রাজামৌলি।
এই খবর প্রকাশ্যে আসার পরে দর্শক ও অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। যদিও তার তাঁদের অপেক্ষা করতে হবে, এমনই ইঙ্গিত পরিচালকের কথাতে। সম্প্রতি দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলি জানিয়েছে, ‘মহাভারত’কে সম্পূর্ণ ভাবে পর্দায় তুলে প্রায় ১০টি ছবি ধরতে তৈরি করতে হবে।
আরও পড়ুন:
ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?
বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন সুশান্ত সিংহ রাজপুত, ১২ মে মুক্তি পাচ্ছে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’
চরিত্রায়ণ থেকে তাদের মধ্যের সম্পর্ক সব কিছুকে একেবারে নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরতে চান পরিচালক। কাজটি খুব সহজ নয়, তা তিনি বুঝতে পেরেছেন বলেই কোনও রকম তাড়াহুড়ো না করে ১০টি ভাগে তৈরি করতে চান নিজের স্বপ্নের এই ছবিকে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৩২: মঞ্জু ও অনুভা এসে বললেন, ‘আসুন বিকাশবাবু চু-কিত-কিত খেলি’
সকাল-সন্ধে, রোজই মুড়ি খাচ্ছেন? ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে না তো
রাজামৌলি জানান, ছবির প্রস্তুতি পর্বে অনেকটা সময় লাগবে। চরিত্র নির্বাচন এবং সেট তৈরিরও বেশ সময়সাপেক্ষ। আর এত বড় ছবির জন্য তিনি কোনও ভাবেই তাড়াহুড়ো করতে চান না। পরিচালকের কথায়, ‘‘মহাভারতের চরিত্রদের আমি নিজের মতো করে রূপায়িত করতে চাই। মাহাকাব্যে যে ভাবে চরিত্রায়ণ হয়েছে, সে ভাবে নাও দেখাতে পারি। যদিও বিষয়টি নিয়ে অনেক গবেষণার প্রয়োজন।’’