তাজ ‘সিরিজ ১’ এবং ‘সিরিজ ২’
সৃজন: অভিমন্যু সিং
কাহিনি বিন্যাস : ক্রিস্টোফার বুটেরা
চিত্রনাট্য: উইলিয়াম বর্থুইক এবং সায়মন ফ্যন্টাওজো
সংলাপ: অজয় সিং
পরিচালনা: রণ স্ক্যালপেলো এবং বিভু পুরি
অভিনয়ে: ধর্মেন্দ্র, নাসিরুদ্দিন শাহ, অসীম গুলাটি, অদিতি রাও হায়দারি, রাহুল বোস, জারিনা ওয়াহাব, সন্ধ্যা মৃদুল প্রমুখ
পর্ব: ১০টি
রেটিং: ৭.৭৫/১০
রিভিউ: হাসতে হলে দেখতে হবে ‘স্বপ্নসুন্দরী’র দ্বিতীয় যাত্রা! ‘ড্রিম গার্ল ২’ ছবিতে জাত চিনিয়েছেন আয়ুষ্মান
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২২: সুন্দরবনে গোয়াল পুজো আর ‘ধা রে মশা ধা’
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৬: বুকে ব্যথা মানেই কি গ্যাসের ব্যথা? হার্ট অ্যাটাকের উপসর্গ না কি গ্যাসের ব্যথা, বুঝবেন কী ভাবে?
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৩: অকালে খেয়েছ কচু, মনে রেখো কিছু কিছু
এই সুবিশাল পটভূমিকায় গড়ে ওঠা অনবদ্য ইতিহাসকে তাক লাগিয়ে দেওয়া নির্দেশনায় বিশ্বাস্য করে তুলেছেন রন স্ক্যালপেলো এবং বিভু পুরি। বিভু এর আগে “হাওয়াইজাদা” ছবিটি পরিচালনা করেন এবং “সাওয়ারিয়া”, “গুজারিশ”, “শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি” ছবিগুলির রচয়িতা।
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৪: একটু হোক-ফোক!
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২০: পাঁচ ভাইয়ের বড়দিদি
তাজ: রক্তেই বিভাজন [সিজন ১]
সাধারণভাবে রক্তের সম্পর্কে আত্মীয়তার সূচনা হলেও মুঘল আমলে সেই রক্তেই মিশেছিল ভাঙণের বীজ। ১৬০০ সনের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিরিজের প্রধান উপজীব্য আকবর এবং তার তিনছেলে সেলিম, মুরাদ এবং দানিয়ালের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ, পারিবারিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি। ক্ষমতার জন্য ক্রমশ বিপজ্জনক রাজনীতি, বৈভব সৌন্দর্য, প্রেমের তীব্র উন্মাদনা, শীতল বিশ্বাসঘাতকতা এবং রক্তাক্ত সংগ্রামের নানান ভয়ংকর কাহিনি এসেছে পর্বে পর্বে। মুঘল রাজবংশের সঙ্গে যুক্ত প্রতিটি চরিত্রের একাধিক অজানা স্তর উন্মোচন করেছে এই সিরিজ। মুঘল সাম্রাজ্যের বিভিন্ন প্রজন্মের উত্থান এবং পতনকে নিখুঁত নাটকীয়তায় উপস্থাপন করে এই সিরিজ। দরবার থেকে হারেমের রাজনীতির ওপর দৃষ্টি আকর্ষণ করে এই ঐতিহাসিক ধারাবাহিক।
নাসিরুদ্দিন শাহের আকবর মুঘলে আজমের পরিচিত পৃথ্বীরাজ কাপুরের ‘লার্জার দ্যান লাইফ’ আকবরের তুলনায় একেবারেই অন্যধারার- অনেক বেশি সেরিব্রাল অনেক তীব্র। কখনও অসহায় কখনও প্রতিহিংসাপরায়ণ। সেলিম চিস্তির মতো গুরুত্বপূর্ণ অথচ স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে ধর্মেন্দ্র নিজের অভিনয় ক্ষমতার নিয়ন্ত্রিত ব্যবহারে সফল। অসীম গুলাটির সেলিম এবং অদিতি রাও হায়দারির আনারকলি অসাধারণ। তাহা শাহের মুরাদ অবাক করে। রাহুল বোস, সন্ধ্যা মৃদুল ও জারিনা ওয়াহাব নিজ নিজ চরিত্রে যথাযথ।