বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


‘ঘুমর’ ছবির একটি দৃশ্যে অভিষেক বচ্চন এবং সায়ামি খের। ছবি: সংগৃহীত।

 

ভাষা: হিন্দি

পরিচালক: আর বাল্কি

কাহিনি চিত্রনাট্য: আর বালকি রাহুল সেনগুপ্ত, ঋষি বীরমণি

অভিনয়: অভিষেক বচ্চন, সায়ামি খের, শাবানা আজমি, ইভাঙ্কা দাস, অঙ্গদ বেদি

সময়সীমা: ২ ঘণ্টা ১৫ মিনিট

রেটিং: ৮/১০

 

পরিচালক: আর বাল্কি

আর বালাকৃষ্ণণ বিজ্ঞাপন জগতে কর্মজীবন শুরু করলেও তাঁর স্বপ্ন ছিল সিনেমা। চেন্নাই ফিলম ইন্সটিউটে অ্যাপ্লাই করেও শেষ মূহুর্তে চেন্নাইয়ের গিন্ডি ইঞ্জিনিয়ারিং কলেজে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে (এমসিএ) ভর্তি হয়ে গেলেন। তিন বছর পর আর পড়েননি। মুদ্রা কমিউনিকেশনে চাকরি পেলেন। এরপর ভাগ্য সহায় হল। বিজ্ঞাপন দুনিয়ায় একের পর এক সাড়াজাগানো বিজ্ঞাপনের পিছনে আর বাল্কির চিন্তাভাবনা। সার্ফ এক্সেলের ‘দাগ আচ্ছে হ্যায়’, টাটা-টি’র ‘জাগো রে’, আইডিয়া সেলুলারের বিখ্যাত বিজ্ঞাপন ‘কেয়া আইডিয়া হ্যায় সর জি’। তারপর একের পর এক হ্যাভেলস, তানিষ্ক, হামারা বাজাজ, ব্রিটানিয়া, পেপসোডেন্ট-এর বহু পরিচিত বিজ্ঞাপনের পরিকল্পক এই পরিচালক।

২০০৭-এ অমিতাভ বচ্চন ও তাবুকে নিয়ে ‘চিনি কম’। প্রথম ছবিতেই দর্শক বুঝলেন আর বাল্কি গতানুগতিক হিন্দি ছবির পরিচালক নন। দু’বছর অপেক্ষা। ২০০৯ সালে অমিতাভ বচ্চনের অভিনয় জীবনের মাইলস্টোন ‘পা’। এরপর ছ’বছরের দীর্ঘ অপেক্ষার পর ২০১৫ সালে ‘শামিতাভ’। দক্ষিণী সুপারস্টার ধানুষের সঙ্গে অমিতাভ বচ্চন। ছবির নায়িকা কামাল হাসান-সারিকার ছোট মেয়ে, শ্রুতি হাসানের ছোট বোন অক্ষরা হাসান। অন্যতম প্রযোজক অভিষেক বচ্চন। কিন্তু বিপুল বাজেটের এই ছবি কোনওভাবেই দাগ কাটতে পারল না।

আসলে গল্প তৈরির সময় এটা হয়ত বোঝা যায় না, কিন্তু বিষয়ের নতুনত্বের সঙ্গে সঙ্গে ছবির ভিতরে যে ক্রাইসিস, যে দ্বন্দ্ব—সেটাকে দর্শকেরও নিজস্ব ক্রাইসিস নিজস্ব লড়াই হয়ে উঠতে হবে। না হলে ছবিটা হৃদয় কিংবা মস্তিষ্ক কোনওটাকেই স্পর্শ করবে না। গুণী পরিচালকেরও ভুলভ্রান্তি ঘটে। আর বাল্কির ক্ষেত্রেও ঘটেছে। এরই মধ্যে ২০১২ সালে পরিচালক আর বাল্কির স্ত্রী গৌরী শিন্ডে শ্রীদেবীকে নিয়ে বানালেন ‘ইংলিশ ভিংলিশ’। এই ছবি সর্বত্র সাড়া ফেলেদিয়েছিল। ১০ কোটি টাকায় তৈরি হওয়া এই ছবি প্রায় ১০২ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবির ক্রাইসিস ছিল আমেরিকায় যাত্রা করা শশী ইংরেজি বলতে পারে না। শশীর এই ক্রাইসিস সমস্ত দর্শকের ক্রাইসিস হয়ে গিয়েছিল। ছবি সুপারহিট।
আরও পড়ুন:

রিভিউ: নতুন থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোলো’—সিজন-১ ষোলো কলা পূর্ণ করেছে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০: দশমহাবিদ্যা ও ঠাকুরের কালীভাবনা…

২০১৬ সালে পরিচালক আর বাল্কি আমাদের উপহার দিলেন ঝকঝকে রোম্যান্টিক কমেডি ‘কি ভার্সেস কা’, His and hers, পুরুষ এবং নারীর গল্প। অর্জুন কাপুর এবং করিনা কাপুরকে নিয়ে হিট ছবি। আর ২০১৯ সালে চিত্র সমালোচকদের বেছে বেছে খুন করা এক সিরিয়াল কিলারের অন্যরকমের গল্প নিয়ে ছবি করলেন ‘চুপ—রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’। চিত্র সমালোচকেরা অবশ্য পাঁচের মধ্যে দুই বা তিন স্টার দিয়েছিলেন।

তবে কম বাজেটের ছবি, প্রযোজক পয়সা ফেরত পেয়েছেন। সানি দেওয়াল এবং পূজা ভাট একেবারে অন্য ধরনের দুটি চরিত্রে অভিনয় করেছেন। ছবির মূল চরিত্রে রয়েছেন নতুন দু’জন। ইদানিং অনেকগুলি ওটিটিতে কাজ করতে থাকা দালক্যার সালমান এবং শ্রেয়া ধন্বন্তরি। আর হালের ছবি ঘুমর।

অমিতাভ বচ্চন, আর বাল্কি, বিষেণ সিং বেদি, শাবানা আজমি ও অঙ্গদ বেদী। ছবি: সংগৃহীত।

 

ঘুমর

ছবির নাম কেন ঘুমর সেটা একেবারে ক্লাইম্যাক্স-এর আগে বুঝতে দেননি পরিচালক। ঘুমর রাজস্থানের লোকনৃত্য। মহিলা ক্রিকেটের এক সাড়াজাগানো ডানহাতি ব্যাটসম্যান আনিনা দীক্ষিত জাতীয় দলে দুর্লভ সুযোগ পাওয়ার পরেও দুর্ভাগ্যবশত এক মোটর দুর্ঘটনায় তার ডান হাত বাদ চলে যায়। আনিনা নামের একটা অর্থ সক্রিয়। আনিনা শারীরিক মানসিক ভাবে যেন পঙ্গু হয়ে গেল। নিজেকে শেষ করে দেবার কথা ভাবে সে। এমন সময় তাঁর জীবনে এল প্যাডি। বাঁ হাতি বোলার পদম সিং সোধি। দারুণ সম্ভাবনা থাকা সত্বেও জীবনে একটি টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছেন। অবসাদে ভোগেন, মদ্যপানে নিজেকে ডুবিয়ে রাখেন। আনিনাকে সোধি কীভাবে জীবনের পথে ফেরালো সেই নিয়ে এক আশ্চর্য সিনেমা ‘ঘুমর’।

আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?

অমর শিল্পী তুমি, পর্ব-৬: তোমার গানের এই ময়ুরমহলে

অভিষেক বচ্চন যখন শুরু করলেন তখন বলিউডে সুপার হিরোদের রাজত্ব। অভিষেক ছন্দ পাচ্ছিলেন না। ‘গুরু’ দেখে মানুষ বুঝতে পারল তাঁর ভেতরে সত্যিকারের সিনেমা অভিনয়ের ক্ষমতা রয়েছে। পিছনে সবুজপর্দা খাটিয়ে দড়ি বেঁধে লাফঝাঁপ আর রাজকাপুরের নার্গিসকে কাছে টেনে নেওয়ার ভঙ্গিমার যুগে যুগে রকমফেরই সিনেমায় অভিনয় করা নয়। সিনেমার অভিনয় আরও অনেককিছু। অনেকটা তীব্র অভিব্যক্তি। গায়ে পেশি-আঁকা আঁটোসাঁটো পোশাক আর পুলটিস মারা মেকআপে বয়সের গাছকে বনসাই করলেও যা দিয়ে বক্স অফিসের মাছি তাড়ানো যাচ্ছে না। বম্বের ফিল্ম ফ্যামিলিদের চ্যালেঞ্জ জানাতে সারা ভারতের ছোট ছোট গ্রাম-শহরের ছেলেমেয়েরা এসে গিয়েছে।

কিছুটা উদভ্রান্ত সময়ের পর এল অভিষেকের কমেডি ছবি ‘দসয়ি’ (মানে ক্লাস টেন), ওটিটি ক্রাইম সিরিজ ‘ব্রিদ ইনটু দ্য শ্যাডো—পার্ট টু আর হালের নিঃসন্দেহে গুমোর করার মতো ছবি ‘ঘুমর’। অভিষেক এখন তাঁর ছন্দ ফিরে পেয়েছেন। চোখ এখন বল দেখছে—পা-ব্যাট ঠিক সময়ে বলের কাছে পৌঁছচ্ছে ব্যাটের মাঝখান দিয়ে খেলছেন তিনি, তীব্র গতিতে বল পাঠাচ্ছেন সীমানার বাইরে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৪: হাজরা মোড়ে নাম না জানা কচুরিখানা

পরিযায়ী মন: বিদেশ ভ্রমণে বিভ্রাট

যাঁরা মণি রত্নমের ‘গুরু’ ছবি দেখে এক অন্যরকম অভিষেক বচ্চনকে আবিষ্কার করে খুশি হয়েছিলেন, তাঁরা আরও তৃপ্তির জন্য দেখুন ‘ঘুমর’। এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন অতীত যন্ত্রণাকে নিয়ে বয়ে বেড়ানো ক্রিকেটার ভূমিকায় অভিষেক বচ্চন এবং সদ্য ডানহাত হারানো মানসিকভাবে চুরমার হয়ে যাওয়া উঠতি মহিলা ক্রিকেটার ক্রিকেটার আনিনা দীক্ষিতের ভূমিকায় সায়ামি খের। একটি পার্শ্বচরিত্রে বলিষ্ঠ অভিনয় করেছেন শাবানা আজমি।

সারা ছবি জুড়ে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছেন আনিনা। দৃশ্যের সঙ্গে দৃশ্যকে অসাধারণ মুনশিয়ানায় চূড়ান্ত উত্তরণের দিকে এগিয়ে দিয়েছেন আর বালকি। নিয়ন্ত্রিত গানের ব্যবহার ছবিকে সমৃদ্ধ করেছে। ছবির ক্রাইসিসের সঙ্গে দর্শককে একাত্ম করে দেওয়ার প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল। ছবিতে ধারাভাষ্যকারের ভূমিকায় অভিষেকের বাবা অমিতাভ বচ্চন ও অঙ্গদের বাবার চরিত্রে অভিনয় করেছেন লেগ স্পিনার বিষেণ সিং বেদি।
* বসুন্ধরা এবং… দ্বিতীয় খণ্ড (Basundhara Ebong-Novel Part-2) : জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’।

Skip to content