মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আজ একটু অন্যরকমভাবে সাধারণতন্ত্র দিবস পালন করলেন অভিনেত্রী চান্দেয়ী ঘোষ। ‘আ লিটিল কন্ট্রিবিউশন’-এর পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে বুধবার সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। এদিন ‘আ লিটিল কন্ট্রিবিউশন’-এর পিছিয়ে পড়া শিশুদের হাতে উপহার হিসাবে আঁকার খাতা, রং পেন্সিল, লজেন্স সহ আরও অনেক কিছু তুলে দেন তিনি। পাশাপাশি ওই সংস্থার আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেও অংশগ্রহণ করেন অভিনেত্রী। এই সংস্থার পিছিয়ে পড়া শিশুদের জন্য এদিন খাবারের বন্দোবস্তও করেন তিনি। প্রত্যেক শিশুর হাতে তুলে দেন খাবার।

আজ, ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে চান্দ্রেয়ী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘মুক্তি’। শুধু তাই নয়, শীঘ্রই আসছে চান্দ্রেয়ী ঘোষ অভিনীত নতুন হরর ফিল্ম ‘রিশ’, এবং শুরু হতে চলেছে তাঁর অভিনীত জনপ্রিয় ওয়েব ধারাবাহিক ‘মন্টু পাইলট ২’-এর শ্যুটিং। তবে, এ তো গেল তাঁর অভিনয় জীবনের কথা। তার সঙ্গে সঙ্গে মানুষ চান্দ্রেয়ী আজকের এই বিশেষ দিন ভাগ করে নিলেন সাধারণ মানুষের সঙ্গে।

Skip to content