শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


অজয় দেবগন অভিনীত ‘সিংহম’ মুক্তি পেয়েছিল প্রায় এক যুগ আগে। বলিউডে ‘কপ ইউনিভার্স’ তৈরির সূত্রপাত এই ছবির হাত ধরেই। বাণিজ্যিক ঘরানার এই ছবিতে অজয় দেবগনকে দেখা গিয়েছিল পুলিশ আধিকারিকের চরিত্রে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।

‘সিংহম’ মুক্তির প্রায় বছর তিনেক পরে ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’ মুক্তি পেয়েছিল। এই ছবিতেও অজয় ছিলেন। এর পরে ২০১৮ সালে রণবীর সিংহ অভিনীত ‘সিম্বা’ এবং ২০২১ সালে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ প্রেক্ষাগৃহে আসে।
পরিচালক রোহিত শেট্টি এ বার তাঁর কপ ইউনিভার্সকে আরও একটু ঢেলে সাজাতে চাইছেন। রোহিত ‘সিংহম এগেন’ নিয়ে চিন্তাভাবনা করছেন। বলিপাড়ায় খবর, ‘সিংহম এগেন’ ছবিতে অজয় ছাড়াও আরও দুই অভিনেতার কথা ভাবছেন পরিচালক।
আরও পড়ুন:

বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ-সুহানা, অ্যাকশন থ্রিলার ছবির পরিচালক কে?

বয়ঃসন্ধির মুখে দাঁড়িয়ে সন্তান? বন্ধু হয়ে উঠতে এই ৫ টোটকায় ভরসা রাখতে পারেন অভিভাবকেরা

জানা গিয়েছে, রোহিত শেট্টি ‘সিংহম এগেন’ ছবিতে অজয়ের পাশাপাশি রণবীর সিংহ ও অক্ষয় কুমারের কথা ভাবনাচিন্তা করছেন। ছবির মুখ্য চরিত্রে অজয় থাকলেও রণবীর ও অক্ষয়কেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’তে আবার অজয়কে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২: চলমান সুন্দরবন

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৬: মাছের তেল হার্ট অ্যাটাক আটকায়?

‘সিংহম এগেন’ ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে। ২০২৪ সালের স্বাধীনতা দিবসের সময়ে ছবিটি মুক্তি পেতে পারে। এদিকে আবার ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে রোহিত পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ। এর মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকে।

Skip to content