বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কন্যার নামকরণ অনুষ্ঠানে রাম চরণের পরিবার। ছবি : সংগৃহীত।

রাম চরণের স্ত্রী উপাসনা গত ২০ জুন কন্যাসন্তানের জন্ম দেন। বিয়ের প্রায় ১১ বছরের মাথায় রাম চরণ-উপাসনার সংসার নতুন অতিথির আগমনে সব্বাই খুশি। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন দেশের নামজাদা তারকারা। শুক্রবার ছিল রাম চরণের মেয়ের নামকরণ অনুষ্ঠান। যদিও দাদু চিরঞ্জীবী নাতনির জন্মের পরই ‘মেগা প্রিন্সেস’ নাম রাখেন। ৩০ জুন শুক্রবার তারকা-কন্যার নাম ঘোষণা করা হয়।
রাম চরণ-উপাসনার কন্যার নামের সঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণের যোগ। চিরঞ্জীবীর নাতির নাম রাখা হয়েছে ক্লিন কারা কোনিডেলা। মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে রাম চরণ লেখেছেন, ‘‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সঙ্গে কন্যার পরিচয় করাচ্ছি। মেয়ের নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনিডেলা’। অভিনেতার কথায়, ‘ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ ললিতা সহস্রনাম’ থেকে নামটি নেওয়া হয়েছে। এর মাহাত্ম্য হল, এই নাম আমাদের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে তোলে।
আরও পড়ুন:

সুরের জাদুকর স্বপ্নে পেয়েছিলেন সুর! ‘দিল্লি ৬’-এর পরিচালককে ঘুম ভাঙিয়ে তা শুনিয়েছিলেন এ আর রহমান

আপনার কি টাক পড়ে যাচ্ছে? এই ৫ ঘরোয়া টোটকায় ভরসা রাখুন, গজাবে চুল

রাম চরণ-উপাসনার কন্যার নামের সঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণের যোগ। চিরঞ্জীবীর নাতির নাম রাখা হয়েছে ক্লিন কারা কোনিডেলা। মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে রাম চরণ লেখেছেন, ‘‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সঙ্গে কন্যার পরিচয় করাচ্ছি। মেয়ের নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনিডেলা’। অভিনেতার কথায়, ‘ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ ললিতা সহস্রনাম’ থেকে নামটি নেওয়া হয়েছে। এর মাহাত্ম্য হল, এই নাম আমাদের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে তোলে।

Skip to content