শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রাম চরণ ও উপাসনা। ছবি : সংগৃহীত।

দক্ষিণী তারকা রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা বাবা-মা হতে চলেছেন জানা গিয়েছিল গত গত বছর ডিসেম্বরে। অবশেষে সেই সুখবর এল মঙ্গলবার ২০ জুন ভোরে, হায়দরাবাদ থেকে। রামচরণ-উপসনা কন্যাসন্তানের বাবা-মা হলেন। দাদু হলেন তারকা চিরঞ্জীবী। বিবাহিত জীবনের প্রায় ১০ বছর পরে তাঁদের সংসারে সন্তান এল। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে উপাসনা সন্তানের জন্ম দেন। সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।
সম্প্রতি উপাসনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন উপাসনা। তখন থেকে শুরু হয়েছিল অপেক্ষা। তবে সন্তানের আগমনের আগাম প্রস্তুতি সারা ছিল তারকা দম্পতির। সমাজমাধ্যমের পাতায় ঘর সাজানোর নানা ছবি উপাসনা ভাগ করে নেন।
আরও পড়ুন:

আর মাত্র ৭০ ঘণ্টার অক্সিজেন বাকি, নিখোঁজ সাবমেরিনে রয়েছেন পাঁচ জন, অতলান্তিকের অতলে চলছে তল্লাশি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

চিরঞ্জীবীর পুত্র রামচরণ বাবা হতে চলেছেন শোনার পর চিরঞ্জীবী টুইটার লেখেন, ‘‘আমি এই খবর শুনে খুবই আনন্দিত। রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা হনুমানজির কৃপায় তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। পরিবারের তরফ থেকে ভালোবাসা ও কতৃজ্ঞতা।’’ অবশেষে খুশির আগমন দাদু চিরঞ্জীবীর পরিবারে।

Skip to content