বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


রাহুল ও প্রিয়াঙ্কা।

‘চিরদিনই তুমি যে আমার’ জুটি দীর্ঘ দিনই আলাদা। কম ঘানাঘুষো হয়নি দু’জনের সম্পর্ক নিয়ে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়ঙ্কা সরকার একটা সময় টলিউডে অন্যতম জুটি ছিলেন। যদিও ছেলে সহজের জন্মের পর থেকেই তাঁদের গতিপথে পরিবর্তন আসে। একটা সময় তাঁরা প্রকাশ্যেই অভিযোগের আঙুল তোলেন একে অপরের দিকে।
যদিও ইদানীং ধীরে ধীরে তাঁদের সম্পর্ক সহজ হচ্ছিল। পুজো, দোল বা অন্যকোনও অনুষ্ঠানেও সহজের বাবা-মা হয়ে রাহুল ও প্রিয়ঙ্কা প্রকাশ্যে এসেছেন। প্রিয়াঙ্কার জন্মদিনেও রাহুলকে অন্য মুডে দেখা গিয়েছিল। এমনও শোনা যাচ্ছিল, বিচ্ছেদ ভুলে ‘চিরদিনই তুমি যে আমার’ জুটি কাছাকাছি এসেছেন। এ বার তাতেই সিলমোহর দিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। মামলাও প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন:

বিবাহিত? প্রেমের সম্পর্কে রয়েছেন? জেনে নিন গ্রহের স্থান কিরকম থাকলে সম্পর্ক মজবুত ও মসৃণ হয়

তীব্র গরমে শরীরে জলের অভাব হলেই বিপদ! কোন কোন উপসর্গে বুঝবেন আপনার জল খাওয়া কম হচ্ছে

রাহুলের কথায়, ‘মামলাটি অনেক দিন ধরে চলছিল। সেই মামলা এ বার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’’ তা হলে কি মান-অভিমান ভুলে এক হতে চলেছেন তাঁরা? রাহুলের বক্তব্য, ‘‘হ্যাঁ, তবে এখনও শিফট করা সম্ভব হয়ে ওঠেনি। তবে খুব তাড়াতাড়িই একসঙ্গে থাকব।’’ তিনি এও জানিয়েছেন, ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া। ছোট্ট সহজও বাবা-মায়ের সঙ্গে একসঙ্গে থাকবে বলে খুশি।

স্বাদে-আহ্লাদে: ‘এগ পকেট’ পছন্দ? তা হলে বাড়িতেই বানান সহজ এই রেসিপি

চোখের নীচে কালি পড়ছে? কলার খোসায় লুকিয়ে আছে সমাধান


Skip to content