Skip to content
শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫


১৯৯৯ সালের ৭জুন বিয়ে হয় আর মাধবন এবং তাঁর স্ত্রী সরিতা বিরাজের। দেখতে দেখতে তাঁরা দাম্পত্যের ২৩ বছর পূর্ণ করে ফেললেন। অভিনেতা জীবনের এই বিশেষ দিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রীকে। গত ৭ জুন নেটমাধ্যমে স্ত্রীর উদ্দেশ্যে মাধবন লিখেছেন—যতদিন এগোচ্ছে আমি আরও বেশি করে তোমার প্রেমে পড়ছি। এও সম্ভব! শুভ বিবাহ বার্ষিকী। অভিনেতা আদর করে তার স্ত্রীকে ওয়াইফি বলে ডাকেন। স্ত্রী সরিতাও তাঁর পোস্টে লিখেছেন—একসঙ্গে আমরা ২৩ বছর কাটিয়ে ফেললাম। কী তাড়াতাড়ি সময় চলে যায়। তোমাকে খুব ভালোবাসি। শুভ বিবাহ বার্ষিকী। নেটমাধ্যমে তাঁদের দু’জনের এতদিনের আবেগঘন স্মৃতিগুলি ভাগ করে নিয়েছেন মাধবন। তিনি নেটমাধ্যমে বিয়ের ২৩ বছর আগেকার ছবির সঙ্গে এখনকার নিজেদের ছবিও পোস্ট করেছেন। ছবিতে লেখা ‘আর’। ছবিতে দু’জনের মাথাতেই কালো টুপি। মাধবনকে জড়িয়ে বসে আছেন সরিতা। তাঁদের মুখে তৃপ্তির হাসি।