কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘প্রাক্তনী’র প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার যে অধিবেশন বসে, তাতে থাকে বৈচিত্র। এই মার্চ মাসের অধিবেশন, যা অনুষ্ঠিত হল গত ৫ মার্চ দুপুরে আশুতোষ ভবনের ২১১ নম্বর ঘরে। এ বারের বিষয় ছিল ‘বসন্তোৎসব’। অপর্ণা বিশ্বাসের গাওয়া ‘একটুকু ছোঁয়া লাগে’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা। পরে একে একে বিভিন্ন সভ্য-সভ্যারা গানে, কবিতায়, আলোচনায়, স্মৃতিচারণে আড়াই ঘণ্টা জমিয়ে রাখলেন।
আরও পড়ুন:
মুভি রিভিউ: স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি, একটি রদ্ধশ্বাস ওয়েব সিরিজ
উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী
এরই মধ্যে ড. কৃষ্ণপদ দাস ও সুস্মিতা দাসের নানান কবিতায় সাজানো উপস্থাপনা সকলের মন ছুঁয়ে গিয়েছে। সংস্থার সম্পাদক ড. শঙ্কর ঘোষ অতি জনপ্রিয় দুটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক গান শুনিয়ে মাত করলেন সবাইকে। সংস্থার সভাপতি ড. পিনাকেশ সরকারের মধুর কণ্ঠে গাওয়া রবীন্দ্র সংগীত দিয়ে অনুষ্ঠান শেষ হয়।