শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি মুক্তির দিন আসন্ন। সিনে পাড়ায় খবর, ছবি মুক্তির আগেই নাকি ‘আদিপুরুষ’ বাজেটের ৮৫ শতাংশ টাকা তুলে নিয়েছে। কী এমনটা সম্ভব হল নির্মাতারা তা জানিয়েছেন। ছবির টাকা একাধিক কর থেকেই নাকি তুলে নেওয়া হয়েছে। নির্মাতাদের আশা বাকি অংশ প্রথম দিনেই এসে যাবে।
দক্ষিণের তারকা প্রভাসকে দেখা যাবে রামের ভূমিকায়। সীতা হয়েছেন কৃতি স্যানন। তাই সব দিক থেকে লাভের রাস্তা খোলা থাকছে। কৃতিও আশাবাদী এই ছবির সাফল্য নিয়ে। নিজেকে জানকী (সীতা) চরিত্রে উজাড় করে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৮: বাঁকুড়ার রামসাগরে বিড়াই নদীকে কেন্দ্র করে প্রায় তিনশটি মাছের হ্যাচারি পূর্ণমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করছে

সঞ্জয় নেশা করেন, মানতেন না মা নার্গিস! যদিও অভিনেত্রী ছেলেকে সমকামী ভাবতেন

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ট্রেলার মুক্তির দিন থেকে চর্চা আছে। ছবিটি রামায়ণ অনুসরণে তৈরি। এর চরিত্রদের সাজপোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। অভিনেতার হাতে নীল বর্ম ও তাঁর দাড়ি নিয়েও চর্চা হয়। অনেকেই দাবি করেছিলেন, সইফ আলি খান মুসলমান শাসকের মতো দেখাচ্ছে। কানাঘুষো শোনা গিয়েছিল নতুন চেহারার রাবণকে নিয়ে আসা হবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৭: দু’ মাস আগের এক সন্ধ্যা

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-১: আমি ‘কেবলই’ স্বপন…

কৌতূহল বেড়েই চলেছে ‘আদিপুরুষ’ নিয়ে। আগামী ১৬ জুন, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। নির্মাতাদের হিসাবে ‘আদিপুরুষ’ মুক্তির আগেই ৪৩২ কোটি টাকা তাঁদের পকেটে চলে এসেছে! ছবির বাজেট ছিল ৫০০ কোটি। ‘আদিপুরুষ’ প্রেক্ষাগৃহের বাইরে থেকে ২৪৭ কোটি টাকা তুলেছে। এই পরিমাণ অর্থ এসেছে স্যাটেলাইটের স্বত্ব, সঙ্গীতের স্বত্ব, ডিজিটাল স্বত্ব এবং অন্যান্য সূত্রে। পাশাপাশি দক্ষিণের প্রেক্ষাগৃহ থেকে আগাম ১৮৫ কোটি টাকার নিশ্চয়তা পাওা গিয়েছে। নির্মাতারা সব মিলিয়ে খুশি।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী ছবি মুক্তির শুরুর দিকেই ১০০ কোটি টাকা উঠে আসবে। তাই শুরুতেই লোকসানের মুখে পড়ার সম্ভাবনা নেই, ছবি মুক্তির আগে জানিয়ে দিয়েছে ‘আদিপুরুষ’ গোষ্ঠী।

Skip to content