শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বিশ্বের দরবারে সম্মানিত এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে। উচ্ছ্বসিত দেশবাসী। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবির এই জয়জয়কারে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
‘আরআরআর’-এর পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘অত্যন্ত আনন্দের দিন, আমি শুভেচ্ছা জানাতে চাই এই ছবির পুরো টিমকে। ভারত এই পুরস্কারে গর্বিত।’’
এ দিন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন। তাঁর কথায়, ‘‘এই পুরস্কার আমার ভাই রাজামৌলির। সেই সঙ্গে এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে অনেক ধন্যবাদ।’’
আরও পড়ুন:

মঙ্গলবার রাতে অনীকের অস্থিরতা বাড়ে, ফুসফুসের সংক্রমণ কতটা জানতে বিশেষ পরীক্ষা বৃহস্পতিবার

ডায়েট ফটাফট: সানস্ক্রিন মাখবেন তো বটেই, এবার খেয়েও দেখুন—সিঙ্গল ইনভেস্টমেন্টে ডবল প্রফিট!

এক দশক আগে এ আর রহমান প্রথম বার গোল্ডেন গ্লোবস পুরস্কার পান। দ্বিতীয় বার এই পুরস্কার প্রাপ্তিতে সুরকার রহমান গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘অসামন্য, সারা ভারতবাসীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা কীরাবাণী।’’ তারকা চিরঞ্জীবী টুইট করে জানান, এই খবর পেয়ে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ, মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives

ছোটদের যত্নে, ছোটদের যত্নে: সন্তান কম মনোযোগী কিন্তু অতি সক্রিয়? সহজ উপায়ে বাড়িতেই এর চিকিৎসা সম্ভব

শনিবার লস অ্যাঞ্জেলেসে রাজামৌলি এবং ছবির অন্যতম অভিনেতা জুনিয়র এনটিআর ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। অস্কার কমিটির সদস্যরাও এই ছবি খুব প্রশংসা করেছেন।

Skip to content