রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

বাস্তবের দাদু ও নাতনি এবার রিলের দাদু-নাতনি। কথা হচ্ছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অর্ণব মিদ্যা পরিচালিত ছবি ‘সেদিন কুয়াশা ছিল’-তে প্রথমবার দাদু ও নাতনিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। যদিও বাড়িতে দুজনের একসঙ্গে নাটকের রিহার্সাল হয় অনেক দিন ধরেই। এই ছবির হাত ধরেই প্রথম ক্যামেরার সামনে এসেছে পৃথা। আজ সময় আপডেটস -এর সঙ্গে রয়েছে শিশুশিল্পী পৃথা বন্দ্যোপাধ্যায়। গল্পচ্ছলে তাঁর সঙ্গে কথা বললেন মোহনা বিশ্বাস
● তুমি কোন স্কুলে পড়ো?
●● আমি অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি।

● কোন শ্রেণিতে পড়ো?
●● আমি প্রথম শ্রেণিতে পড়ি।

● কী খেতে ভালোবাসো?
●● বিরিয়ানি, চিলি চিকেন, চকোলেট।

● শুনলাম তুমি নাকি দাদুর সঙ্গে রিহার্সাল করো?
●● হ্যাঁ, আমি দাদুর সঙ্গে বাড়িতে নাটকের রিহার্সাল করি।

● কোন নাটকের রিহার্সাল করো বাড়িতে?
●● ‘মিথ্যেবাদী’ নাটকের রিহার্সাল করি।

● কোনওদিন থিয়েটার দেখেছ?
●● হ্যাঁ, বাবা-মা’র সঙ্গে থিয়েটার দেখতে যাই।

● কেমন লাগে থিয়েটার দেখতে?
●● আমার খুব ভালো লাগে থিয়োটার দেখতে।

● ‘সেদিন কুয়াশা ছিল’ সিনেমার শ্যুটিংয়ের প্রথম দিন ক্যামেরার সামনে যখন দাঁড়ালে কেমন লাগল?
●● খুবই ভালো লেগেছিল। আমার সঙ্গে অভিনয়ে ছিল জিতু আঙ্কেল আর সায়ন্তনী আন্টি।

● শ্যুটিং সেটে কী কী উপহার পেলে?
●● আমি জন্মদিনেও উপহার পেয়েছি আবার সিনেমার শ্যুটিংয়ের সময়ও উপহার পেয়েছি। অর্ণব আঙ্কেল টেডিবিয়ার, ডল, চকোলেট উপহার দিয়েছেন। শুধু ক্রিকেটটা এখনও পাইনি। আর আমার বাড়িতে প্রচুর টেডিবিয়ার আছে। কিন্তু মা আমাকে এখন আর সেগুলো বের করতে দেয় না।

পৃথা বন্দ্যোপাধ্যায়

● শ্যুটিং সেটে কার কার সঙ্গে বন্ধুত্ব হল পৃথার?
●● হ্যাঁ, দু’ জনের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে।

● বাড়িতে পৃথাকে সবাই কী নামে ডাকেন?
●● মা-বাবা আমাকে পিকু বলে ডাকেন। আর দাদু আমাকে পকলাই বলে ডাকেন।

● বাড়িতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনিকে কে বেশি ভালোবাসে?
●● বাড়িতে বাবা, মা, দাদু সবাই বেশি বেশি ভালোবাসেন আমাকে।

Skip to content