শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

অভিনেতা উইলিয়াম হার্ট।

প্রয়াত অস্কারজয়ী আমেরিকার অভিনেতা উইলিয়াম হার্ট। ১৩ মার্চ তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে তিনি চলে গেলেন। বিখ্যাত এই অভিনেতা ১৯৫০ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন।
উইলিয়াম হার্ট অভিনয় জীবন শুরু করেন ১৯৭০ এর দশকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। ১৯৮০ সালে কেন রাসেলের ‘অল্টারড স্টেটস’ চরিত্রে একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেন। ১৯৮১ সালে ‘বডি হিট’-এ ক্যাথলিন টার্নারের বিপরীতে অভিনয় করেন এবং ১৯৮৫ সালে ‘কিস অফ দ্যা স্পাইডার ওম্যান’-এ একজন সমকামী বন্দির চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন উইলিয়াম। ৮০-র দশকে এই অভিনেতা ‘ব্যাড বয়’, ‘চিলড্রেন অফ লেজার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’, ‘দ্যা বিগ চিল’ সহ অসংখ্য ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেন।
সাম্প্রতিক কালে তিনি যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলি হল, ‘দ্যা ইনক্রেডিবল হাল্ক’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘অ্যাভেনজার’, ‘ব্ল্যাক উইন্ডো’ প্রভৃতি। উইলিয়াম তিনবার অস্কারের জন্য নমিনেশন পেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণেই ওঁর মৃত্যু হয়েছে। পরিবার এবং হলিউডে শোকের ছায়া নেমে এসেছে এই স্বনামধন্য অভিনেতার প্রয়াণে। উইলিয়াম হার্টের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীগণ।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content