রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


গত সপ্তাহের সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এর মধ্যেই নেটদুনিয়ায় হাসির খোরাক সিরিয়ালের একটি দৃশ্যকে ঘিরে। ভাবছেন কি এমন আছে সেই দৃশ্যে? এই দৃশ্যে নায়ককে ফ্রিজ থেকে জুতো বের করে তা পরতে দেখা যাচ্ছে।
পিলু’ সিরিয়াল শেষ হওয়ার পর শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’। নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। যাঁকে বাংলা টেলিভিশনের দর্শক ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবা হিসেবে সবাই চেনেন। ‘কে আপন কে পর’ বন্ধ হওয়ার পর থেকে সেভাবে ছোটপর্দায় খুব একটা পল্লবীকে দেখা যায়নি। এবার তিনি ফিরছেন নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে। রুবেলকে এর আগে দেখা গিয়েছিল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

সিরিয়ালের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাতে রুবেলের চরিত্রকে ফ্রিজ থেকে জুতো বের করতে দেখা যাচ্ছে। তাতেই ব্যঙ্গ, বিদ্রুপ, রসিকতার পালা শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই সব নানা মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানা যায়নি সিরিয়ালের কলাকুশলীদের থেকে।

Skip to content