মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত।

প্রায় চার বছরের অপেক্ষা। অঙ্গদ বেদী নেহা ধুপিয়ার সঙ্গে প্রেম জমানোর এতগুলো বছর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অবশেষে ২০১৮ সালে অঙ্গদ অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁরা বিয়েটা খানিক তড়িঘড়ি করেই সারেন। অভিনেত্রী এক রাতের মধ্যেই অঙ্গদকে বিয়ের সিদ্ধান্ত নেন। সম্প্রতি নেহা এ নিয়ে মুখ খলেন।
বিয়ের সময় নেহা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং অভিনেত্রীর আচমকা বিয়ের সিদ্ধান্ত নেওয়া একেবারেই ভালো ভাবে নেননি নেহার বাবা-মা। নেহার বাবা-মা রাগের মাথায় নাকি নেহা ও অঙ্গদকে অভিশাপও দিয়েছিলেন বলে অভিনেত্রী জানিয়েছেন। তাঁর বাবা-মা অভিনেত্রীকে ৭২ ঘণ্টার মধ্যেই মুম্বই ফিরে বিয়ে করতে হবে বলে জানিয়ে দেন।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৬: গভীর সমুদ্র, আন্টার্কটিকার হিমশৈল থেকে মরুভূমি হয়ে পর্বতের হ্রদ—মাছেদের উপস্থিতি সর্বত্র

উত্তম কথাচিত্র, পর্ব-৩৫: যে ছিল আমার ‘ব্রতচারিণী’

নেহার বক্তব্য, ‘‘আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর দিলে বাবা-মা আমাকে তাঁরা ৭২ ঘণ্টা সময় দেন। তার মধ্যেই আমাকে বিয়ে করতে হবে। তখন আমার কাছে সময় ছিল আড়াই দিন সময় বেঁচে ছিল। এই সময়ের মধ্যেই মুম্বই ফিরে আমাকে বিয়ে করতে হবে।’’
আরও পড়ুন:

কনট্যাক্ট লেন্স পরতে ইচ্ছে করে? লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি জানেন কি

ডায়াবিটিসে ভুগছেন? সকালের জলখাবারে কী ধরনের খাবার খেতে পারেন? রইল ডক্তারবাবুর জরুরি পরামর্শ

অঙ্গদ-নেহা ২০১৮ সালের মে মাসে মুম্বইয়ের এক গুরুদ্বারে বিয়ে করেন। কয়েক মাসের মধ্যেই কন্যা মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। কয়েক বছর বাদে তাঁদের এক পুত্রসন্তান হয়। দুই সন্তানকে নিয়ে এখন সুখী সংসার অঙ্গদ-নেহার।

Skip to content