শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


মুন্না ও সার্কিট।

মুন্নাভাই সিরিজ সঞ্জয় দত্তকে নতুন জীবন দিয়েছে, এমনটা বলিপাড়ায় শোনা যায়। এই ছবিতে সঞ্জয় এবং আরশাদ ওয়ারসির জুটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। তাই অনুরাগীরা এখন সিরিজের তৃতীয় ছবির জন্য অপেক্ষায় রয়েছেন। যদিও এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি, সঞ্জুয় এবং আরশাদকে একটি সেটে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির পোশাকে দেখা যায়। তার পরে সেই ছবি সর্বত্র ছড়িয়ে পড়ে। এর পরেই অনুরাগীরা অনুমান করেন, এ বার বুঝি সিরিজের তৃতীয় ছবির তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। সত্যই কী তাই?
খবর, ছবিতে সঞ্জয় (মুন্না) এবং সার্কিটের (আরশাদ) দেখা গেলেও, তাঁরা একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মিলিত হয়েছিলেন। ওই ভিডিয়োতে সঞ্জয়কে জড়িয়ে ধরেছেন দেখা গিয়েছে আরশাদকে। জানা গিয়েছে, একটি হাসপাতালের বিজ্ঞাপনে মুন্না এবং সার্কিট এই দুই জনপ্রিয় চরিত্রের অবতারে হাজির হতে চলেছেন সঞ্জয় ও আরশাদ।
আরও পড়ুন:

আবার ভূতের ভূমিকায় পরান বন্দ্যোপাধ্যায়, তবে ভয়াল নাকি বেশ মজাদার সেই ভূত?

উত্তম কথাচিত্র, পর্ব-৪৮: খেলার ছলে এসেছিনু যেথা ‘হারজিৎ’-র পর্ব রাখিনু সেথা

তা হলে কি তৃতীয় পর্ব তৈরি হচ্ছে না? সূত্রের খবর, আপাতত সেই সম্ভবনা নেই। পরিচালক রাজকুমার হিরানি এবং প্রযোজক বিধু বিনোদ চোপড়ার মতানৈক্যই এর নেপথ্য কারণ। এখন তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। মাঝে ‘মুন্নাভাই চলে আমেরিকা’ নামে তৃতীয় পর্বের কথা প্রকাশ্যে এসেছিল। ছবির কাস্টিংও শুরু হয়েছিল।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৭: ফলনাপুর মদনমোহন মন্দির কোচ স্থাপত্যের দ্বিতল পঞ্চরত্ন মন্দিরের একমাত্র নিদর্শন

প্রথম আলো, পর্ব-৬: পৃথিবীর প্রথম কমিকস ও তার স্রষ্টা কে, জানতেন?

মনে করা হচ্ছে, হিরানির বিরুদ্ধে ২০১৯ সালে ‘মি টু’ অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রযোজক বিধুবিনোদ সরে দাঁড়ান। ফলে ‘মুন্নাভাই চলে আমেরিকা’-এর কাজ আগ এগোয়নি। এমনকি, এক সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসিও জানিয়েছিলেন ‘মুন্নাভাই ৩’ হওয়ার কোনও সম্ভাবনা নেই। ‘মুন্নাভাই এমবিবিএস’ মুক্তি পায় ২০০৩ সালে। ছবির সাফল্যের তিন বছর পর ছবির সিক্যুয়েল ‘লগে রহো মুন্নাভাই’ আসে। এখন তৃতীয় পর্ব হয় কি না সেটাই এখন দেখার।

Skip to content