শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


মিঠুন চক্রবর্তী।

‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ বোধ করেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজক অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থবোধ করার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মিঠুন এখন চিকিৎসাধীন। সূত্রের খবর, অভিনেতার ব্রেন স্ট্রোক হয়েছে। আপাতত অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর মিঠুন অভিনিত ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। এ বার তিনি ‘শাস্ত্রী’ ছবির কাজ শুরু করেছিলেন। তার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
স্ট্রোকে মস্তিষ্কের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যায় রক্ত সরবরাহ ব্যবস্থা। একেই ইস্কেমিক স্ট্রোক বলা হয়। কোনও কোনও ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালি ফেটে গিয়ে রক্তক্ষরণও শুরু হতে পারে, যা হেমোরেজিক স্ট্রোক নামে পরিচিত। তবে ইস্কেমিক স্ট্রোক বা হেমোরেজিক স্ট্রোক দুটি ক্ষেত্রেই মস্তিষ্কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষেত্রে বিশেষে প্রাণনাশের আশঙ্কা থাকে। তবে ৭৩ বছর বয়সি মিঠুন কোন ধরনের স্ট্রোকে আক্রান্ত হাতপাতাল কর্তৃপক্ষের এখনও সেই সম্পর্কে জানায়নি। সূত্রের খবর, বিশেষ চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। প্রাথমিক চিকিৎসা হয়েছে, আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়

ওষুধ খেয়েও বশে থাকছে না রক্তচাপ? সুস্থ থাকার এই সব ঘরোয়া উপায় জানা আছে?

‘শাস্ত্রী’ ছবির শুটিং শুরু হয় জানুয়ারি মাসে। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে। মিঠুন-দেবশ্রী ছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে এক ঝাঁক তারকা রয়েছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্যকে দেখে যাবে এই ছবিতে। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন।

Skip to content