ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
আসন্ন গ্রীষ্মকালেই ‘মিনি’-র মুক্তি। সরস্বতী পুজোর আবহে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ও প্রযোজক রাহুল ভঞ্জের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’ আজই ঘোষণা করল তাদের প্রযোজিত বাংলা ছবি ‘মিনি’-র মুক্তির দিনক্ষণ। ‘চিনি’, ‘একান্নবর্তী’-র পর মৈনাক ভৌমিকের পরিচালনায় আগামী ৬ মে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘মিনি’। দুজন অসমবয়সি মানুষের বন্ধুত্বের গল্প বলবে ‘মিনি’। ছোট্ট মিনি ও তাঁর মাসি তিতলি। তাদের মধ্যে একজন বড় হতে চায় আর অন্য জন চায় লম্বা হতে। মাসি-বোনঝির অসমবয়সি মিষ্টি বন্ধুত্বের গল্পই এই ছবির কাহিনি গড়ে তুলবে।
ছবিতে ‘মিনি’-র চরিত্রে অভিনয় করবে কিশোরী অয়ন্না চট্টোপাধ্যায় এবং তিতলির চরিত্রে অভিনয় করবেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও, এই ছবিতে দেখা যাবে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে। প্রসঙ্গত, আসন্ন বাংলা ছবি ‘মিনি’-র ডাবিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। ২০২১-এ মুক্তি পেয়েছিল মিমি অভিনীত ছবি ‘বাজি’। এরপর ‘মিনি’-র হাত ধরেই বড়পর্দায় ফিরছেন মিমি।
ছবিতে ‘মিনি’-র চরিত্রে অভিনয় করবে কিশোরী অয়ন্না চট্টোপাধ্যায় এবং তিতলির চরিত্রে অভিনয় করবেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও, এই ছবিতে দেখা যাবে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককে। প্রসঙ্গত, আসন্ন বাংলা ছবি ‘মিনি’-র ডাবিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। ২০২১-এ মুক্তি পেয়েছিল মিমি অভিনীত ছবি ‘বাজি’। এরপর ‘মিনি’-র হাত ধরেই বড়পর্দায় ফিরছেন মিমি।