রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মিমি-অঙ্কুশ

দীর্ঘ চার বছর পর আবারও জুটি বেঁধেছেন মিমি-অঙ্কুশ। দুবাইতে সেরে ফেললেন তার শ্যুটিংও। অঙ্কুশ ও মিমি যখন থাকছেন তবে কি এটা রোম্যান্স ভিত্তিক হবে? শেষবারের মতো ২০১৮ সালে মিমি ও অঙ্কুশ একসঙ্গে সিনেমায় দেখা গিয়েছিল। ‘কী করে বলবো তোমায়’, ‘ভিলেন’-এর মতো ছবিতে তাঁদের রসায়ন ছিল দারুণ চর্চিত। গত কয়েক দিনে নেট মাধ্যমে কিছু পোস্ট ইঙ্গিত দিচ্ছিল, দুবাইতে রয়েছেন এই দুই তারকা। কখনও বুর্জ খলিফার পেছনে, কখনও বিদেশের রাস্তায় একসঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে দু’জনকে। সেই ছবি দেখেই অনুগামীরা অপেক্ষার প্রহর গুনছিলেন কবে আবারও তাঁদের একসঙ্গে দেখা যাবে?
সেই অপেক্ষার অবসান ঘটছে খুব শীঘ্রই। তবে এবার বড়পর্দায় নয়, একটি আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে দুজন দুবাই গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এই প্রথমবার আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হিসেবে জুটি বেঁধেছেন এই দুই তারকা। উল্লেখ্য দুবাইয়ে বেশ কয়েক দিন শ্যুট শেষ করে কলকাতায় ফিরেছেন তাঁরা। মাস খানেক আগেই মুক্তি পেয়েছে মিমির অভিনীত ছবি মিনি। আর অঙ্কুশ সদ্য নুসরত ফারিয়ার সঙ্গে ‘ভয়’ ছবির শুটিং শেষ করেছেন।

Skip to content